‘নস্টালজিক নয় কৃতিত্ব চুরি!’ মেট্রোর নিয়ে মমতার বিরুদ্ধে প্রমাণ দিয়ে বিস্ফোরক শুভেন্দু

Suvendu Adhikari

প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি বছরে তৃতীয়বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গ সফরে এলেন, আর এবার সেই সফরকে ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র তরজা শুরু হয়েছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী গতকাল, কলকাতায় ৩টি মেট্রো প্রকল্পের উদ্বোধন করলেন তিনি। কিন্তু সম্প্রসারিত মেট্রো প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করা হলেও উপস্থিত থাকেননি তিনি। তবে সমাজমাধ্যমে মেট্রোর উদ্বোধন নিয়ে নস্টালজিক হয়ে পড়েছিলেন তিনি। এবার সেই পোস্টকে ঘিরে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

স্মৃতিমেদুর মমতা

পশ্চিমবঙ্গে যেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন, সেই সময় বাংলার উন্নয়নের খাতিরে একাধিক মেট্রো রুটের পরিকল্পনা করেছিলেন তিনি। এককথায় বলা যায় থালা সাজিয়ে রীতিমত খাবার পরিবেশন করে রেখেছিলেন তিনি। কিন্তু এদিন সেই কাজ বাস্তবায়িত হলেও স্বপ্নের প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই নিয়ে ‘স্মৃতিমেদুর’ হয়ে পুরোনো প্রসঙ্গ তুলে ধরেছিলেন মমতা। এদিকে মেট্রো প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চ থেকে একবারও বাংলার মুখ্যমন্ত্রীর নাম নিলেন না মোদি। তাই নিয়ে তৃণমূল কটাক্ষ করলেও এবার মমতার নস্টালজিক নিয়ে কৃতিত্ব চুরির চেষ্টা’ বলে পাল্টা দাবি তুললেন শুভেন্দু অধিকারী।

মমতাকে কটাক্ষ শুভেন্দুর

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন তাঁর এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা নস্টালজিক পোস্টকে রি-শেয়ার করে লিখেছেন যে, “এটা আসলে কেন্দ্রিয় প্রকল্পগুলির কৃতিত্ব ছিনিয়ে নেওয়ার এক মরিয়া চেষ্টা। রেলমন্ত্রী হিসেবে যদি আপনি কয়েকটি পরিকল্পনা তৈরি করেও থাকেন, তা হলে তার জন্য দায়ী UPA সরকার। আর আপনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে রাজ্য সরকারের অসহযোগিতার কারণে প্রকল্পগুলিতে বছরের পর বছর ধুলো জমেছে। জমি অধিগ্রহণের ব্যর্থতা আর আপনার প্রশাসনের সরাসরি অসহযোগিতা প্রকল্পগুলির সময় মতো বাস্তবায়নকে চরম ভাবে ক্ষতিগ্রস্ত করেছে।” এর সঙ্গেই ইস্ট-ওয়েস্ট মেট্রো-পথের শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড অংশ রাজ্য ভেস্তে দেওয়ার চেষ্টা করেছিল বলে কটাক্ষ করতে ছাড়লেন না শুভেন্দু।

অমিত মালোব্যের মুখেও কটাক্ষের সুর

শুভেন্দু অধিকারী এদিন মমতার নস্টালজিক পোস্টকে ঘিরে আরও বলেন যে, “ যে প্রকল্প পশ্চিমবঙ্গের জন্য এক গতিশীল পরিবহণ-মডেল, তা হয়ে উঠেছিল এক দশকের লজ্জাজনক দৃষ্টান্ত।’ আর এই প্রসঙ্গেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দেওয়া মুখ্যমন্ত্রীকে একটি চিঠিও সমাজমাধ্যমে তুলে ধরেছেন বিরোধী নেতা। পাশাপাশি, নরেন্দ্র মোদীর আমলে বাংলার জন্য কত বরাদ্দ হয়েছে, সেই খতিয়ানও তুলে ধরেছেন তিনি। এক্ষেত্রে মমতার দাবি নিয়ে শুধু শুভেন্দু অধিকারী কটাক্ষ করেননি, এর পাশাপাশি সরব হয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবীয়ও। তাঁর বক্তব্য, ‘১৫ বছর ক্ষমতায় থাকা মুখ্যমন্ত্রীর মেট্রো উদ্বোধনের দিন এই স্মৃতিমেদুরতা হাস্যকর। উনি চাইলে এই প্রকল্প অনেক আগেই রূপায়িত হত। ওঁর প্রশাসন এই কাজে ক্রমাগত বাধা দিয়েছে।”

আরও পড়ুন: দুর্গাপুরে তৃণমূল বনাম তৃণমূল! বোনাস নিয়ে আলোচনার বৈঠকে বচসা থেকে তুমুল হাতাহাতি

উল্লেখ্য, গতকাল অর্থাৎ শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি বঙ্গসফরে এসে অরেঞ্জ লাইনে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর, গ্রিন লাইনে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান এবং ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে বারাসত রুটের উদ্বোধন করেন। তবে নোয়াপাড়া থেকে বারাসত পর্যন্ত মেট্রোপথ হলেও আপাতত নোয়াপাড়া, যশোর রোড এবং জয় হিন্দ–এই তিনটি মেট্রো স্টেশনে যাত্রী পরিষেবা চালু হবে। তবে এই তিন রুটে মেট্রো পথের উদ্বোধনে তিলোত্তমা যে আরও গতিশীল এবং উন্নত হয়ে উঠবে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তাই মেট্রো রুটের উদ্বোধনের আনন্দে আপ্লুত শহরবাসী।

Leave a Comment