Debangshu Bhattacharya
প্রীতি পোদ্দার, কলকাতা: গতকাল অর্থাৎ শুক্রবার, হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে এইমুহুর্তে তিনি সুস্থ আছেন। আর সেই সুস্থতার খবর নিজের মুখেই জানালেন দেবাংশু। আজ এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি জানান, “ এই মুহূর্তে কোনো শারীরিক সমস্যার নেই। তবে দুই ছাড়তে টেস্ট হয়েছে, সেখানে কিছু অসুবিধা দেখা দিয়েছে, তবে চিকিৎসকরা দ্রুত সেই সমস্যা দূর করে দেবেন, আপনারা দোয়া করে চিন্তা করবেন না। আমি আপনাদের অসংখ্য ভালোবাসা এবং আশীর্বাদে শীঘ্রই সুস্থ হয়ে উঠব। এবং আমাদের যুদ্ধে আবার মনোযোগ দেব।” সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দেবাংশু ভট্টাচার্যের প্রোফাইল থেকে পোস্ট হওয়া মাত্রই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।