প্রীতি পোদ্দার, কলকাতা: ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge)! একাধিক গুরুত্বপূর্ণ কাজ এবং মেরামতির উদ্দেশ্যে আগামীকাল, রবিবার, ছুটির দিনে ব্রিজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে HRBC। জানা গিয়েছে, টানা ১৬ ঘণ্টা বন্ধ থাকবে এই ব্রিজ। হাওড়ার সঙ্গে কলকাতার যোগাযোগের অন্যতম মাধ্যম হল বিদ্যাসাগর সেতু। ছোট বড় মিলিয়ে কয়েক হাজার গাড়ি প্রতিদিন যাতায়াত করে এই সেতু দিয়ে। তবে গাড়ির চাপ দিনের পর দিন বাড়ার কারণে রক্ষণাবেক্ষণের কাজের প্রয়োজনীয়তা বাড়ছে বলেই জানানো হয়েছে প্রশাসনের তরফে।
বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু
হুগলি রিভার ব্রিজ কমিশনার্স বা HRBC-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামিকাল অর্থাৎ রবিবার, ২৪ আগস্ট ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু যা দ্বিতীয় হুগলি সেতু নামে পরিচিত, সেটি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। জানা গিয়েছে, সেতুর স্টিল পোর্টাল বিম তোলা ও বসানো, স্টে কেবল ও ডাউন কেবল পরিবর্তন এবং বেয়ারিং মেরামতির জন্য ব্রিজটি বন্ধ থাকবে। ফলে মধ্য ও দক্ষিণ কলকাতায় বড়সড় যানজটের আশঙ্কা রয়েছে। তবে দ্বিতীয় হুগলি সেতু ধরে যাতায়াতকারী গাড়িগুলিকে বিকল্প রুট দিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন কলকাতা পুলিশ। ইতিমধ্যেই বিকল্প রুটের নির্দেশিকা জারি করা হয়েছে।
বিকল্প রুটের ব্যবস্থা পুলিশের
কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, জিরুট আইল্যান্ডের দিক থেকে এজেসি বোস রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসা গাড়ি গুলিকে টার্ফ ভিউ থেকে গ্রেড রোড হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে সেন্ট জিওর্জেস গেট রোড থেকে স্ট্র্যান্ড রোড হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে অথবা হেস্টিংস ক্রসিং থেকে ডান দিকে মোড় নিয়ে কে.পি. রোডের দিকে যেতে হবে। অন্যদিকে জে অ্যান্ড এন আইল্যান্ড থেকে আসা গাড়িকে ১১ ফারলং গেট হয়ে একই পথে পাঠানো হবে। খিদিরপুর দিক থেকে আসা গাড়িকেও হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জর্জস গেট রোড স্ট্র্যান্ড রোড হাওড়া ব্রিজে ঘুরিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে শহরের বিভিন্ন আর্টেরিয়াল রোড ব্যবহার করে ডাইভারশনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: হাসপাতালের বেডে শুয়ে ভিডিও বার্তা! এখন কেমন আছেন দেবাংশু? জানালেন নিজেই
প্রসঙ্গত, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বাতিল হয়েছিল দ্বিতীয় হুগলি সেতু বন্ধের নির্দেশিকা। কলকাতা পুলিশের তরফে সেই নির্দেশিকায় বলা হয়েছিল যে ১১ আগস্ট জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, কোনা এক্সপ্রেসওয়ে ও দ্বিতীয় হুগলি সেতুতে মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজ চলবে বলে ২৪ ঘণ্টার জন্য সেতুটি বন্ধ থাকবে। তবে শেষ মুহূর্তে ওই কাজ পিছিয়ে যাওয়ায় বাতিল করা হয়েছে সেতু বন্ধের পরিকল্পনা। যার দরুন পরে ১৬ আগস্ট, একটি বিজ্ঞপ্তি জারি করে কলকাতা পুলিশ জানায়, আপাতত ওই নির্দেশ কার্যকর হচ্ছে না। এমতাবস্থায় ফের সেতু বন্ধের নির্দেশিকা জারি হল।
ok