হঠাৎ হাসপাতালে ভর্তি হলেন সঞ্জু স্যামসন! এশিয়া কাপে খেলবেন তো? চিন্তায় ভক্তরা

Sanju Samson hospitalised before Asia Cup viral Instagram story

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়া কাপের আগেই সঞ্জু স্যামসনকে নিয়ে চিন্তা বাড়ল ভক্তদের! জানা যাচ্ছে, বৃহস্পতিবার হাসপাতালে ছিলেন তিনি।

যেই তথ্য প্রকাশ করেছেন ভারতীয় তারকার স্ত্রী চারুলতা রেমেশ। আর এরপর থেকেই সঞ্জুকে নিয়ে উদ্বেগ বেড়েছে ভক্তদের। তাহলে কি এশিয়া কাপে খেলতে পারবেন না স্যামসন? উঠছে এমন একাধিক প্রশ্ন।

হঠাৎ কী হল ভারতীয় ক্রিকেটারের?

গত 21 আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভারতীয় ক্রিকেটার সঞ্জু স্যামসনের দুটি ছবি পোস্ট করেন তাঁর স্ত্রী চারুলতা। যার মধ্যে একটি ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন সঞ্জু, অপরটিতে তাঁকে চলতি কেরালা ক্রিকেট লিগের একটি ম্যাচে দলকে নেতৃত্ব দিতেও দেখা যায়।

এদিনের ম্যাচ শুরু হয়েছিল রাত 7 টা বেজে 45 মিনিটে। ছবিটিতে সঞ্জুকে কোচি ব্লু টাইগার্সের জার্সি গায়ে সতীর্থদের সাথে ক্রিকেটীয় মুহূর্ত ভাগ করে নিতে দেখা গিয়েছিল। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পা রাখার পর থেকেই জল্পনা বেড়েছে খেলোয়াড়ের এশিয়া কাপে অংশগ্রহণ নিয়ে।

ভক্তদের মধ্যে অনেকেই বুঝে উঠতে পারছেন না ঠিক কোন কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সঞ্জু। কেউ কেউ আবার মনে করছেন, সঞ্জুর শারীরিক সমস্যা থাকায় হয়তো এশিয়া কাপে তাঁকে পাওয়া যাবে না!তবে ভারতীয় ক্রিকেটার কেন হাসপাতালে ভর্তি হলেন প্রাথমিকভাবে তা জানার গেলেও সঞ্জু ঘনিষ্ঠ সূত্রে খবর, ভাইরাল ফিভারের কারণে কয়েক ঘন্টার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বর্তমানে তিনি বাড়িতেই রয়েছেন।

Sanju Samson hospitalised before Asia Cup viral Instagram story

অবশ্যই পড়ুন: SBI-র অভিযোগ! ১৭,০০০ কোটির ব্যাঙ্ক জালিয়াতি কাণ্ডে অনিল আম্বানির বাড়িতে CBI হানা

উল্লেখ্য, গত মঙ্গলবার এশিয়া কাপের ভারতীয় স্কোয়াড ঘোষণা করেছে BCCI। সেই 15 সদস্যের দলে উইকেট কিপার হিসেবে সগর্বে জায়গা পেয়েছেন সঞ্জু স্যামসন। বলা বাহুল্য, আগামী 9 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বহু অপেক্ষিতএশিয়া কাপ টুর্নামেন্ট, চলবে 28 সেপ্টেম্বর পর্যন্ত। এই আসরে ভারতের প্রথম ম্যাচ রয়েছে আগামী 10 সেপ্টেম্বর। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহী।

Leave a Comment