অনেক বদনাম হয়ে গেছিলাম! বিরাটের থেকে ব্যাট চাওয়ার ভিডিও নিয়ে মুখ খুললেন রিঙ্কু সিং

Rinku Singh On Virat Kohli he revealed some interesting things

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2024 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ঘটনা। সে বছর, বিরাট কোহলি ও নাইট তারকা রিঙ্কু সিংয়ের কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা গিয়েছিল, RCB স্টার বিরাটের কাছে তাঁর একটি ব্যাট চাইছেন রিঙ্কু। জানা যায়, কোহলির কাছ থেকে আগে একটি ব্যাট নিয়েছিলেন নাইট তারকা।

তবে সেটি ভেঙে যাওয়ায় বিরাটকে সে কথা জানাতে এবং তাঁর তার কাছ থেকে একটি নতুন ব্যাট চাইতে এসেছিলেন রিঙ্কু সিং। যদিও শেষ পর্যন্ত ভিডিওটিতে কিং কোহলির হাতে দুটি ব্যাট তুলে দিতে দেখা যায় KKR তারকাকে। এবার দীর্ঘ সময় পেরিয়ে সেই ভিডিও নিয়েই প্রতিক্রিয়া জানালেন ভারতীয় ক্রিকেটার রিঙ্কু।

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন রিঙ্কু

সম্প্রতি News 24 এর সাথে কথা বলতে গিয়ে ভারতীয় ক্রিকেটার রিঙ্কু জানিয়েছেন, ব্যাটের কারণে আমি সত্যিই একটু বেশি বদনাম হয়ে গিয়েছিলাম। বিরাট ভাইয়ের সাথে দেখা করতে গেলে আমি মাঝেমধ্যেই তার কাছ থেকে নতুন ব্যাট চাইতাম। ক্যামেরাম্যানরা আমার পিছনে থাকতেন। তবে সেই বিষয়টা অনেকেই খুব একটা ভালভাবে দেখছিল না। সেবার, ব্যাট নিয়ে ওই ভিডিওটা ভাইরাল হওয়ার পর বিরাট ভাইয়ের জন্যও বিষয়টা ঠিক ছিল না।

এরপরই রিঙ্কু বলেন, এবার কিন্তু আমি বিরাট ভাইয়ের কাছ থেকে ব্যাট নিতে যাইনি। বদলে 2025 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার কাছ থেকে ব্যাট চেয়ে নিয়েছেন রিঙ্কু। সে কথা সংবাদমাধ্যমকে জানিয়েই ভারতীয় ক্রিকেটার বলেন, এগুলো আমার কাছে অনেক বড় ব্যাপার। বড় মাপের খেলোয়াড়দের ব্যাট পাওয়া সত্যিই সৌভাগ্যের।

 

অবশ্যই পড়ুন: AFC চ্যাম্পিয়নস লিগে মনবীর-শুভাশিসদের পাবে মোহনবাগান? রইল আপডেট

প্রসঙ্গত, বর্তমানে ইউপি লিগে খেলছেন ভারতের এই তারকা ফিনিশার। সম্প্রতি মিরাট ম্যাভেরিক্স বললাম গোরক্ষপুর লায়ন্সের ম্যাচে জ্বলে উঠেছিলেন রিঙ্কু। এদিন মিরাটের হয়ে একাই 48 বলে 8টি ছয় ও 7টি চার সহযোগে 108 রান করেছিলেন নাইট তারকা। আর সেই রানের দৌলতেই 6 উইকেট হাতে রেখে ম্যাচ জিতে যায় মিরাট। এদিকে এশিয়া কাপের আগে রিঙ্কুর এমন দাপুটে ফর্ম দেখে অনেকেই বলছেন, আসন্ন সেপ্টেম্বরের টুর্নামেন্টেও তাণ্ডব দেখাবেন তিনি।

Leave a Comment