বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বহু আগেই। সম্প্রতি টেস্ট ক্রিকেটকেও বিদায় জানিয়েছেন ভারতীয় মহাতারকা বিরাট কোহলি। কাজেই, এই মুহূর্তে ওয়ানডে সিরিজ ছাড়া তাঁকে মাঠে দেখার সৌভাগ্য হবে না ভক্তদের।
তবে, আন্তর্জাতিক মঞ্চকে বাদ দিলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আপাতত খেলছেন কিং কোহলি। 2025 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে RCB-কে চ্যাম্পিয়ন করে শত অপবাদের মুখাগ্নি করেছেন তিনি।
আগামী মরসুমেও RCB-র হয়েই খেলার কথা রয়েছে বিরাটের! আর ঠিক সেই আবহে এবার বড় তথ্য ফাঁস করলেন বেঙ্গালুরুতে কোহলি সতীর্থ স্বস্তিক চিকারা। কবে IPL থেকে অবসর নেবেন কোহলি? সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বড় কথা বলে দিলেন স্বস্তিক।
কবে IPL ছাড়বেন বিরাট, জানিয়ে দিলেন স্বস্তিক!
সম্প্রতি রেভস্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে RCB তারকা স্বস্তিক চিকারা কোহলির IPL থেকে অবসরের দিনক্ষণ প্রসঙ্গে মুখ খুলেছেন। স্বস্তিক বলেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত মরসুমে বিরাট ভাইয়া আমাকে বলেছিলেন, আমি যতদিন ফিট থাকবো ক্রিকেট খেলা চালিয়ে যাব!
তবে আমি কোনও ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে চাই না। আমি সিংহের মতো খেলব। IPL এ পুরো 20 ওভার ফিল্ডিং করার পরই ব্যাট হাতে মাঠে নামবো। কোহলি নাকি বলেছিলেন, যেদিন আমায় ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো হবে, সেদিনই ক্রিকেটকে বিদায় জানাবো আমি।
স্বস্তিক জানিয়েছেন, 2025 IPL মরসুমে তাঁকে আলাদা করে একথা বলেছিলেন ভারতীয় ক্রিকেটের মহারাজ অর্থাৎ কিং বিরাট কোহলি। সব মিলিয়ে, RCB তারকার বক্তব্যে বিরাটের IPL থেকে অবসর সংক্রান্ত যাবতীয় ধোঁয়াশা কিছুটা হলেও কেটেছে ভক্তদের।
অবশ্যই পড়ুন: আমন্ত্রণ জানানোর পদ্ধতি পছন্দ নয়! ডুরান্ড কমিটির নৈশভোজে যোগ দিল না ইস্টবেঙ্গল
উল্লেখ্য, গত মরসুমে দলের হয়ে দাপুটে পারফরমেন্স দেখিয়ে প্রথমবারের জন্য IPL ট্রফি জিতে ছিলেন বিরাট কোহলি। তবে বেঙ্গালুরুকে প্রথম ট্রফি পাইয়ে দেওয়ার পাশাপাশি গোটা মরসুমে 15 ম্যাচ খেলে 54.75 গড়ে 657 রান করেছিলেন ভারতীয় মহাতারকা।