বাড়ি বানানোর সুবর্ণ সুযোগ, অনেকটাই কমল লোহার রডের দাম! দেখুন নিজের শহরের রেট

Steel Rate Fall

সৌভিক মুখার্জী, কলকাতা: নিজের একটা স্থায়ী পাকা বাড়ির স্বপ্ন সবারই থাকে। তবে কেউ জমি কিনতে হিমশিম খায়, কেউ আবার নির্মাণ খরচ সামলাতে। আজকের দিনে দাঁড়িয়ে বাড়ি করা নিঃসন্দেহে ব্যয়বহুল স্বপ্নের মধ্যে সবথেকে একটি। আর ঠিক এ কারণেই সবাই নির্মাণ সামগ্রীর দরপতনের অপেক্ষা করে। তবে এবারে আসলো বিরাট সুখবর। কারণ বাড়ি তৈরির অন্যতম প্রধান উপকরণ লোহার রডের দাম অনেকটাই তলানিতে (Steel Rate Fall) ঠেকেছে।

কেন লোহার রডের দামের ওঠানামা?

আসলে বাড়ির শক্ত ভিত করে তুলতে লোহার রডের ভূমিকা সবথেকে বেশি। তবে এটি নির্মাণ খরচের সবথেকে বড় অংশও বটে। ফলে এর সামান্য দরপতনও বাজেটে বিরাট প্রভাব ফেলে। বর্তমানে লোহার রড সস্তা হওয়ার ফলে নতুন বাড়ি তৈরির করার কথা যারা ভাবছেন, তাদের জন্য হতে চলেছে দুর্দান্ত সুযোগ। বাজার বিশেষজ্ঞরা মনে করছে, বর্ষার কারণে এর চাহিদা কিছুটা নিম্নমুখী হয়েছে। কিন্তু পরিস্থিতি আবারো বদলাতে পারে।

কোথায় কতটা সস্তা হল লোহার রড?

গত দুই মাসে বিভিন্ন শহরে লোহার রডের দামে বিরাট পরিবর্তন দেখা গিয়েছে। দিল্লিতে মেট্রিক টন প্রতি প্রায় 1000 টাকা দরপতন হয়েছে, মোজাফফরনগরের মেট্রিক টন প্রতি প্রতি 1300 টাকা সস্তা হয়েছে। তবে ইন্দোরে 28 জুন প্রতি মেট্রিক টনের দাম ছিল 44,800 টাকা, আর এখন তা বেড়ে দাঁড়িয়েছে 45,000 টাকা। মুম্বাইয়েও উল্টোদিকে দাম বেড়েছে। 43,700 টাকা থেকে 45,700 টাকা প্রতি মেট্রিক টন দাঁড়িয়েছে। এছাড়া কলকাতা, চেন্নাই, গোয়া, জয়পুর সহ বেশ কিছু শহরে উল্লেখযোগ্য পতনের লক্ষ্য করা গিয়েছে।

একনজরে অন্যান্য শহরগুলির দরের তালিকা

কলকাতায় 28 জুন প্রতি মেট্রিক টন লোহার রডের দাম ছিল 40,700 টাকা, আর 22 আগস্ট দাম দাঁড়িয়েছে 40,500 টাকা।

রায়পুরে 28 জুন প্রতি মেট্রিক টন দাম ছিল 40,200 টাকা, আর 22 আগস্ট দাম দাঁড়িয়েছে 39,900 টাকা।

রায়গরে 28 জুন প্রতি মেট্রিক টন দাম ছিল 44 হাজার টাকা, আর 22 আগস্ট দাম দাঁড়িয়েছে 39,700 টাকা।

দুর্গাপুরে প্রতি মেট্রিক টন দাম ছিল 28 জুন 40,200 টাকা, আর 22 আগস্ট দাম দাঁড়িয়েছে 40,000 টাকা।

দিল্লিতে প্রতি মেট্রিক টন লোহার রডের দাম ছিল 28 জুন 44,600 টাকা, আর 22 আগস্ট দাম দাঁড়িয়েছে 43,000 টাকা।

চেন্নাইতে 28 জুন প্রতি মেট্রিক টন দাম ছিল 46,000 টাকা, আর 22 আগস্ট দাম দাঁড়িয়েছে 45,500 টাকা।

আরও পড়ুনঃ মাত্র ১ টাকাতেই মিলবে ৪৯৯৯ এর রিচার্জ প্ল্যান! ৩১ আগস্ট অবধি Vi-র স্পেশাল অফার

নিজের শহরের দাম কীভাবে জানবেন?

দেখুন, লোহার রডের দাম প্রতিনিয়তই ওঠানামা করে। তবে ঘরে বসেই এখন সর্বশেষ বাজারদর জানার প্রযুক্তি চলে এসেছে। এর জন্য শুধুমাত্র ayronmart.com ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সেখানে আপনি প্রতিটি শহরের আপডেটেড লোহার রডের দাম খুব সহজে দেখতে পাবেন। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, সাইটে প্রদর্শিত দামের সঙ্গে আবার 18% জিএসটি যুক্ত করতে হবে।

Leave a Comment