সকাল ৭টার আগে পরিষেবা, চলবে প্রায় ১০টা অবধি! ব্লু লাইনে আরও বাড়ল মেট্রো সংখ্যা

kolkata metro blue line

সহেলি মিত্র, কলকাতা: সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার কলকাতায় তিনটি নতুন মেট্রো (Kolkata Metro) লাইন উদ্বোধন হয়েছে। এর ফলে কলকাতায় যে যোগাযোগ ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। সামনেই রয়েছে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। আর এই পুজোর আগে এটি কলকাতার মানুষের জন্য একটি বড় উপহার, যার ফলে তারা উত্তর ও দক্ষিণ কলকাতার প্যান্ডেল-হপিংয়ে নির্বিঘ্নে ভ্রমণ করতে পারবেন, কালীঘাট এবং দক্ষিণেশ্বর মন্দির পরিদর্শন করতে পারবেন ইত্যাদি। তবে চমকের এখানেই শেষ নয়, এবার কলকাতা মেট্রোর ব্লু লাইন নিয়ে সামনে এল বড় আপডেট।

পুজোর মুখে বাড়ল মেট্রো সংখ্যা

একদিকে যখন দুর্গাপুজো, দিওয়ালি, ছট পুজোকে সামনে রেখে পূর্ব রেলের তরফে বেশ কিছু বিশেষ ট্রেনের ঘোষণা করা হচ্ছে, সেখানে পিছিয়ে নেই কলকাতা মেট্রো কর্তৃপক্ষও। আসন্ন উৎসবের আবহে মেট্রোর ব্লু লাইনে মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এমনকি সময়সূচিতেও বেশ খানিকটা বদল আনা হয়েছে।

গত শুক্রবারই কলকাতা মেট্রোর তিনটি রুটের উদ্বোধন হয়েছে। হাওড়া স্টেশন থেকে সরাসরি সল্টলেক, নোয়াপাড়া থেকে বিমানবন্দর এবং রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত তিনটি রুট উপহার পেয়েছে শহরবাসী। এদিকে এবার ব্লু লাইনে আপ ডাউন মিলিয়ে একগুচ্ছ মেট্রো চালাবে রেল। এই বিষয়ে কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, আগামী ২৫ আগস্ট থেকে ব্লু লাইনে আপ এবং ডাউন মিলিয়ে মেট্রো চলবে ২৮৪টি।

আরও পড়ুনঃ মেট্রোয় হাওড়া থেকে এয়ারপোর্ট যাবেন কীভাবে, কোন লাইনে কোথায় নামবেন? রইল সম্পূর্ণ গাইড

মেট্রোর সময়সূচিতেও মেগা বদল

উল্লেখ্য, আগে এই সংখ্যা ছিল ২৬২টি। এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ রুট চালু হয়ে যাওয়ায় ব্লু লাইনের মেট্রোতেও বাড়তি চাপ আসতে পারে। সেই কথা মাথায় রেখেই নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম রুটে মেট্রোর সংখ্যা বাড়ানো হলো। এদিকে মেট্রোর সময়সূচিতেও মেগা বদল ঘটানো হয়েছে। সোমবার থেকে শুক্রবার শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রোর সময়সূচির কিছু বদল ঘটানো হয়েছে। সোমবার থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো শহিদ ক্ষুদিরাম থেকে পাওয়া যাবে রাত ৯টা ৩৪ মিনিটে। আর শহিদ ক্ষুদিরাম থেকে দমদমগামী শেষ মেট্রো মিলবে রাত ৯টা ৪৪ মিনিটে। তবে শনি ও রবিবার শেষ মেট্রোয় কোনও বদল হচ্ছে না।

Leave a Comment