দক্ষিণ আফ্রিকা সহ মোট ৩ দেশে গড়াবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ, কোথায় ফাইনাল?

2027 ODI World Cup Matches and venues details revealed

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2027 পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ এখনও বহুদূর। আর সেই মহারণের প্রায় দু বছর আগেই বিশ্বকাপের ভেন্যু সহ মোট ম্যাচের সংখ্যা ঘোষণা করে দিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট সংস্থা। ঘোষনা অনুযায়ী, 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা সহ মোট 3 দেশে। সেই মতোই 3 দেশের মোট 8টি ভেন্যুতে গড়াবে আন্তর্জাতিক ওয়ানডে বিশ্বকাপ। বাকি তথ্যের জন্য প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

2027 ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ সংখ্যা এবং ভেন্যু

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট সংস্থার ঘোষণা অনুযায়ী, আগামী 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ গড়াবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার মোট 8টি শহরে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের 44টি গুরুত্বপূর্ণ ম্যাচ।

রিপোর্ট বলছে, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ, প্রিটোরিয়া, ব্লোয়েমফোনটেন, ইস্ট লন্ডন, পার্লে, কেপটাউন, ডারবান ও কেবেরহা শহরে অনুষ্ঠিত হবে এই ম্যাচগুলি। এছাড়াও অবশিষ্ট 10টি ওয়ার্ল্ড কাপ ম্যাচের মধ্যে পাঁচটি গড়াবে জিম্বাবুয়েতে এবং বাকি পাঁচটি অনুষ্ঠিত হবে নামিবিয়ার বিভিন্ন ক্রিকেট স্টেডিয়ামে। বলা বাহুল্য, ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে।

অবশ্যই পড়ুন: দীর্ঘদিন ব্রাত্য জাতীয় দলে, প্রবল হতাশা থেকেই অবসর নিলেন চেতেশ্বর পূজারা

 

24 বছর পর দক্ষিণ আফ্রিকার মাটিতে ICC-র ক্রিকেট বিশ্বকাপ

2027 পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের অধিকাংশ ম্যাচই অনুষ্ঠিত হতে চলেছে দক্ষিণ আফ্রিকার মাটিতে, সে প্রসঙ্গেই কথা বলতে গিয়ে দেশটির ক্রিকেট সংস্থার প্রধান রিহান রিচার্ডস জানিয়েছেন, দীর্ঘ 24 বছর পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কোনও ক্রিকেট বিশ্বকাপ গড়াতে চলেছে দক্ষিণ আফ্রিকার মাটিতে। এই বিশ্বকাপের হাত ধরে আমরা ভক্তদের জন্য নতুন অভিজ্ঞতা তুলে রাখতে চাই।

এছাড়াও দক্ষিণ আফ্রিকার সহ মোট তিন দেশ মিলিয়ে বিশ্বকাপের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। আর সেই কমিটির চেয়ারম্যানের পদ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন মন্ত্রী ট্রেভর ম্যানুয়েল। নিজের দেশে বিশ্বকাপ আয়োজন হতে চলেছে সে প্রসঙ্গে ম্যানুয়েল বলেন, আমরা ভক্ত সমর্থকদের নতুন অভিজ্ঞতার সাক্ষী করে তুলতে চাই।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পরিকল্পনা, বিশ্বকাপকে দেশের মুখ করে তোলা। এদিকে দক্ষিণ আফ্রিকার মাটিতে 2027 বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে, সে খবর জানতে পেরেই গোটা বিষয়টির প্রশংসা করেছেন আন্তর্জাতিক ক্রিকেট মহলের একটা বড় অংশ।

Leave a Comment