১৫০০ টাকারও কম পেনশন পাচ্ছেন ৪৯ লক্ষ EPF কর্মী!

epfo

সহেলি মিত্র, কলকাতা: ইপিএফ (EPF) পেনশন নিয়ে চমকে দেওয়ার মতো তথ্য সামনে আনল কেন্দ্রীয় সরকার। একদিকে যখন ইপিএফ-এর সদস্যরা উচ্চতর পেনশনের জন্য দাবি জানিয়ে আসছেন, সেখানে নাকি ৪৯ লক্ষ সদস্য ১৫০০ টাকারও কম পেনশন পাচ্ছেন। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। আরও বিশদে জানতে নজর রাখুন আজকের এই আর্টিকেলটির উপর।

১৫০০ টাকারও কম পেনশন পাচ্ছেন কয়েক লক্ষ মানুষ!

শ্রম মন্ত্রকের তথ্য অনুযায়ী, EPS-95 পেনশন প্রকল্পের আওতায় অর্ধেকেরও বেশি পেনশনভোগী মাসিক ১৫০০ টাকার কম পেনশন পান। ২০২৫ সালের মার্চ পর্যন্ত তথ্য অনুযায়ী, ৮১৪৮৪৯০ জন পেনশনভোগীর মধ্যে মাত্র ০.৬৫ শতাংশ ছয় হাজার টাকার বেশি পেনশন পান। ট্রেড ইউনিয়নগুলি ন্যূনতম মাসিক পেনশন ৯০০০ টাকা করার দাবি জানিয়েছে। সরকার সংসদে জানিয়েছে যে EPFO ​​পরিচালিত কর্মচারী পেনশন প্রকল্প 1995 (EPS-95) এর অধীনে প্রতি দ্বিতীয় পেনশনভোগী ১৫০০ টাকার কম মাসিক পেনশন পান। এই তথ্য দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শোভা কারান্দলাজে।

কারা ৬০০০ টাকার বেশি পেনশন পাচ্ছেন?

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শোভা কারান্দলাজে ৩১শে মার্চ, ২০২৫ পর্যন্ত তথ্য প্রকাশ করেছেন যে ইপিএস প্রকল্পের আওতায় ৮১,৪৮,৪৯০ জন পেনশনভোগীর মধ্যে মাত্র ০.৬৫ শতাংশ অর্থাৎ ৫৩,৫৪১ জন পেনশনভোগী মাসিক ছয় হাজার টাকার বেশি পেনশন পান। সেইসঙ্গে মন্ত্রী সংসদে জানান যে ১,৫০০ টাকার কম মাসিক পেনশন প্রাপ্ত পেনশনভোগীর সংখ্যা ৪৯,১৫,৪১৬ জন। সুতরাং, প্রায় প্রতি দ্বিতীয় ব্যক্তি বা অর্ধেকেরও বেশি পেনশনভোগী ১,৫০০ টাকার কম মাসিক পেনশন পাচ্ছেন। ৪,০০০ টাকার কম মাসিক পেনশনভোগীর সংখ্যা ছিল ৭৮,৬৯,৫৬০ জন এবং ৬,০০০ টাকার কম মাসিক পেনশনভোগী পেনশনভোগীর সংখ্যা ছিল ৮০,৯৪,৯৪৯ জন।

শেষ কবে পেনশনের টাকা বৃদ্ধি পেয়েছিল?

মন্ত্রী আরও জানান যে পেনশন প্রকল্পের অধীনে বিতরণ করা মোট পরিমাণ ২০২২-২৩ সালে ২২,১১২.৮৩ কোটি টাকা থেকে বেড়ে ২০২৩-২৪ সালে ২৩,০২৭.৯৩ কোটি টাকা হয়েছে। উল্লেখ্য, ট্রেড ইউনিয়নগুলি EPS-৯৫ এর অধীনে সর্বনিম্ন মাসিক পেনশন ৯,০০০ টাকা করার দাবি জানিয়েছে। বর্তমানে সর্বনিম্ন মাসিক পেনশন ১,০০০ টাকা।

EPFO-এর অধীনে পেনশন কি বাড়বে?

দীর্ঘদিন ধরেই একটি প্রশ্ন উঠে আসছে যে বেসরকারি খাতে কর্মরত কর্মীদের ন্যূনতম পেনশনের বিষয়ে সরকার কি কোনও পদক্ষেপ নেবে? সম্প্রতি, আলোচনা হয়েছিল যে এটি সর্বনিম্ন ৭৫০০ টাকায় উন্নীত করা হবে। বর্তমানে, সর্বনিম্ন পেনশনের পরিমাণ মাত্র ১০০০ টাকা। আগামী দিনে এই টাকা বাড়বে কিনা সেটা সময়ই বলবে।

Leave a Comment