মোবাইলের বদলে মাটির প্রদীপ! অনলাইনে কেনাকাটা করে প্রতারিত জলপাইগুড়ির ব্যক্তি

jalpaiguri fraud

সহেলি মিত্র, কলকাতাঃ অনলাইন থেকে দাম দিয়ে ভালো মোবাইল অর্ডার করেছিলেন ব্যক্তি। কিন্তু যে জিনিস ডেলিভার হল তা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ জলপাইগুড়ির (Jalpaiguri) বাসিন্দা শীতল কুমার গোপের। এ যে ফোনের বদল এসেছে একগুচ্ছ মাটির প্রদীপ। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি।

মোবাইলের বদলে মিলল মাটির প্রদীপ!

বর্তমানে এই ডিজিটাল যুগে প্রতারণার ঘটনা ব্যাপক মাত্রায় বাড়ছে। ফেসবুক, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রতারকরা নিজেদের প্রতারণার জাল বিছিয়ে রেখেছেন। আর সেই ফাঁদে পা দিয়ে সর্বস্ব খুইয়ে দিচ্ছেন মানুষ। ঠিক এমনটাই কিছু ঘটেছে শীতল কুমারের সঙ্গে। তাঁর সঙ্গে যে এত বড় স্ক্যাম হয়ে যাবে সেয়া হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি।

খুলে বলা যাক বিষয়টি। স্থানীয় সূত্র মতে,  জলপাইগুড়ির আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা শীতল কুমার গোপে ফেসবুক থেকে একটি মোবাইল ফোনের অর্ডার করেছিলেন। মাত্র ৭৯০ টাকার বদলে এই ফোনটি পাওয়া যাচ্ছিল। সেই দেখে লোভ সামলাতে না পেরে শীতলবাবু সেটি অর্ডার করে দেন। এরপর টানা ১০ দিন পর কুরিয়ার সার্ভিস মারফত শীতল কুমারের অর্ডার করা পার্সেল দিতে আসে ডেলিভারি বয়। স্বাভাবিকভাবেই নতুন ফোন পেয়ে খুশি তিনি।

বিরাট প্রতারণা!

তবে আসল চমক তো কিছুক্ষণ পরেই ঘটে। অত্যন্ত আনন্দ সহকারে ওই ডেলিভারি বয়ের সামনেই শীতলবাবু প্যাকেটটি খুলে ফেলেন। একের পর এক কাগজের টুকরো বেরনোর পর ফোনের বদলে দেখতে পান মাটির প্রদীপ। এহেন ঘটনায় স্বাভাবিকভাবেই চোখ কপালে ওঠে সকলের। ডেলিভারি বয়টি বলেন, ফেসবুক থেকে বেশিরভাগ সময় ভুল জিনিস আসে। ভালো জিনিসের ছবি দেখিয়ে নকল জিনিস বিক্রি করা হয়। শীতল কুমার গোপে বলেন, ‘ফেসবুকে মাত্র ৭৯০ টাকার ফোন দেখে আমি ফোন নম্বরে যোগাযোগ করেছিলাম, আমাকে এই ফোন দেবে বলেছিল, এখন দেখছি কাগজ আর প্রদিপ পাঠিয়েছে। আর ফোন করলেও তুলছে না। ঠকে গেলাম।

Leave a Comment