গুনতে হবে অতিরিক্ত ৫ টাকা! দীর্ঘ ৮ বছর পর ভাড়া বাড়াল দিল্লি মেট্রো

Delhi Metro Fare Hike

সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ 8 বছর পর দিল্লি মেট্রোতে ভাড়া পরিবর্তন করা হল। আজ অর্থাৎ সোমবার, 25 আগস্ট থেকেই দিল্লি মেট্রো রেল কর্পোরেশন নতুন স্ল্যাবে ভাড়া কার্যকর (Delhi Metro Fare Hike) করছে। ফলে আজ থেকে নিত্যযাত্রীদের মেট্রোতে চড়তে গেলে পকেট থেকে বাড়তি টাকা খোয়াতে হবে। এমনকি সর্বোচ্চ 5 টাকা পর্যন্ত ভাড়া বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে।

নূন্যতম ও সর্বোচ্চ ভাড়া কত হল?

দিল্লি মেট্রোর নয়া সিদ্ধান্ত অনুযায়ী, এবার থেকে মেট্রোতে চড়তে গেলে নূন্যতম 11 টাকা ভাড়া গুনতে হবে। পাশাপাশি সর্বোচ্চ ভাড়া ধার্য করা হয়েছে 64 টাকা। এতদিন সোমবার থেকে শনিবার পর্যন্ত সর্বোচ্চ ভাড়া ছিল 60 টাকা এবং ছুটির দিনে 50 টাকা। তবে এবার টা অনেকটাই বাড়ানো হয়েছে।

সোমবার থেকে শনিবার নতুন ভাড়ার কাঠামো

অফিস ডে অর্থাৎ প্রতি সপ্তাহের সোমবার থেকে শনিবার পর্যন্ত দিল্লি মেট্রোর নতুন ভাড়ার কাঠামো ঠিক নিম্নরূপ—

  • 0 থেকে 2 কিমি: আগে 10 টাকা ছিল, এখন 11 টাকা।
  • 2 থেকে 5 কিমি: আগে 20 টাকা ছিল, এখন 21 টাকা।
  • 5 থেকে 12 কিমি: আগে 30 টাকা ছিল, এখন 32 টাকা।
  • 12 থেকে 21 কিমি: আগে 40 টাকা ছিল, এখন 43 টাকা।
  • 21 থেকে 32 কিমি: আগে 50 টাকা ছিল, এখন 54 টাকা।
  • 32 কিমি কিংবা তার বেশি: আগে 60 টাকা ছিল, এখন 64 টাকা।

ছুটির দিন এবং রবিবারের ভাড়া

তবে আগের মতোই ছুটির দিন থেকে বা রবিবারের জন্য মেট্রোর ভাড়া কিছুটা কমানো হয়েছে। হ্যাঁ, নতুন ভাড়ার তালিকা ঠিক নিম্নরূপ—

  • 0 থেকে 5 কিমি: আগে 10 টাকা ছিল, এখন 11 টাকা।
  • 5 থেকে 12 কিমি: আগে 20 টাকা ছিল, এখন 21 টাকা।
  • 12 থেকে 21 কিমি: আগে 30 টাকা ছিল, এখন 32 টাকা।
  • 21 থেকে 32 কিমি: আগে 40 টাকা ছিল, এখন 43 টাকা।
  • 32 কিমি কিংবা তার বেশি: আগে 50 টাকা ছিল, এখন 54 টাকা।

আরও পড়ুনঃ ঠাকুরবাড়িতে শান্তনু বনাম সুব্রত টানাপোড়েনে অস্বস্তি বিজেপিতে! মা-বাবার মধ্যেও ভাগাভাগি

স্মার্ট কার্ড ব্যবহারকারীদের অতিরিক্ত ছাড়

তবে সবথেকে বড় ব্যাপার, মেট্রো রেল ভাড়া বাড়ালেও আগের মতো স্মার্টকার্ড ব্যবহারকারীদের অতিরিক্ত 10% ছাড় দিচ্ছে। এমনকি সেই সঙ্গে অফ পিক আওয়ার-এর পর অর্থাৎ অফিস টাইমের পর কিংবা আগে যদি টিকিট কাটা হয়ে তাহলে আরো অতিরিক্ত 10% ছাড় মিলবে।

প্রসঙ্গত জানিয়ে রাখি, শেষবার দিল্লি মেট্রো 2017 সালে ভাড়া বাড়ানোর পথে হেঁটেছিল। এমনকি তখনও ফোর্থ ফেয়ার ফিক্সেশন কমিটির সুপারিশে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন ভাড়া বাড়িয়েছিল। আর এবার দীর্ঘ 8 পছর পর ভাড়া পুনর্বিন্যাস করা হচ্ছে।

Leave a Comment