বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত শুক্রবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কলকাতা সফরের পরই খুলে গিয়েছিল ইস্ট ওয়েস্ট মেট্রো অর্থাৎ হাওড়া থেকে সোজা সেক্টর ফাইভের পথ। এদিন রাত থেকেই জনসাধারণের জন্য শুরু হয়ে যায় মেট্রো পরিষেবা। মেট্রোরেলের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, পরিষেবা শুরু হওয়ার এক দিনের মধ্যেই হাওড়া-সেক্টর ফাইভ অংশে টিকিট বিক্রি করে আয়ের নিরিখে বিরাট রেকর্ড গড়েছে কলকাতা মেট্রো। নাম প্রকাশে অনিচ্ছুক এক রেলকর্তা জানিয়েছেন, আগামী দিনে এই আয় আরও বাড়তে পারে।
উদ্বোধনের পরই রেকর্ড আয় হাওড়া-সেক্টর ফাইভ রুটে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধনের পরই হাওড়া ময়দান টু সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা নিয়ে যথেষ্ট উন্মাদনা ছিল যাত্রীদের মধ্যে। আর সেই উচ্ছ্বাসকে ধরে রেখেই পরের দিন অর্থাৎ শনিবারের মধ্যেই মোটা টাকা আয় হয়েছে মেট্রোরেলের।
TV 9 এর রিপোর্ট অনুযায়ী, 23 আগস্ট অর্থাৎ গত শনিবার, হাওড়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবার বিনিময়ে 25 লক্ষ 97 হাজার 277 টাকা আয় হয়েছে শুধুমাত্র অফলাইনে টিকিট বিক্রি থেকে। এছাড়াও UPI এর মাধ্যমে অর্থাৎ অনলাইনে টিকিট বিক্রি করে মেট্রো রেলের আয় হয়েছে 8 লক্ষ 63 হাজার 395 টাকা।
সব মিলিয়ে মেট্রো রেলের তথ্য বলছে, ওই একদিনেই হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে টিকিট বিক্রি থেকে মোট আয় হয়েছে 34 লক্ষ 60 হাজার 672 টাকা। যা কলকাতা মেট্রোর ইতিহাসে অন্যতম বড় রেকর্ড।
অবশ্যই পড়ুন: এশিয়া কাপের আগেই নতুন দায়িত্ব, ক্যাপিটালসের প্রধান কোচ হলেন সৌরভ গাঙ্গুলী
উল্লেখ্য, মেট্রোরেলের সিদ্ধান্তে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ভাড়া লাগছে 30 টাকা। অন্যদিকে হাওড়া থেকে করুণাময়, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার পর্যন্তও ওই একই ভাড়াতেই যাতায়াত করতে পারবেন যাত্রীরা। পাশাপাশি হাওড়া ময়দান থেকে সল্টলেক স্টেডিয়াম এবং ফুলবাগানের ভাড়া ধার্য করা হয়েছে 20 টাকা। এমনকি হাওড়া থেকে শিয়ালদহের 11 মিনিটের পথও 20 টাকাতেই পাড়ি দেওয়া যাবে।