রাজ্যের আবেদন খারিজ, ক্লাবগুলোকে টাকা দেওয়া বন্ধের কথা বলল হাইকোর্ট

Durga Puja Grant

প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই দুর্গাপুজো। তাই ইতিমধ্যেই শুরু হতে গিয়েছে পুজো প্রস্তুতি। এদিকে চলতি বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি ক্লাবকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন। তাতেই আহ্লাদে আটখানা ক্লাবগুলো। এমতাবস্থায় দূর্গাপূজার অনুদান নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

পুজোর অনুদান নিয়ে মামলা হাইকোর্টে

উল্লেখ্য, সৌরভ দত্ত নামে এক ব্যক্তি কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন ৷ সেখানে মামলাকারীর অভিযোগ ছিল যে, কলকাতা হাইকোর্ট একাধিকবার নির্দেশ দেওয়া সত্ত্বেও রাজ্য সরকারের কাছে ক্লাবগুলি দুর্গাপুজোর অনুদানের অনেক হিসাব দেওয়া হয়নি, এমনকি হিসাবের মধ্যেও অনেক গরমিল রয়েছে৷ অথচ বছর-বছর অনুদানের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। অবশেষে আজ অর্থাৎ সোমবার কলকাতা হাইকোর্ট বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চে দুর্গাপুজোর অনুদান সংক্রান্ত মামলায় বড় পর্যবেক্ষণ দিল৷

আইনজীবি বিকাশরঞ্জন ভট্টাচার্যের মন্তব্য

এদিন পুজোর অনুদান সংক্রান্ত মাম সংক্রান্ত মামলার ক্ষেত্রে মামলাকারীর পক্ষে বিকাশরঞ্জন ভট্টাচার্য এদিন কলকাতা হাইকোর্টে জানিয়ে ছিলেন যে, ”২০১৮ সালের ১০ অক্টোবর প্রথম হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, যেখানে বলা হয় কমিউনিটি পুলিশিংয়ের জন্য দেওয়া হয়েছে। এমনকি সুপ্রিম কোর্টও নির্দেশ দেয় পুলিশের মাধ্যমে এই টাকা দিতে হবে। ২০২০ সালের ১৬ অক্টোবর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, টাকা খরচের ক্ষেত্রে ইউটিলাইশেন সার্টিফিকেট দিতে হবে। আর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা রাজ্যের এজি কিশোর দত্ত বলেন, “প্রত্যেক বছর পুজোর আগে এই ধরনের মামলা করা হয় ৷ পুজোর ছুটির পর মামলাটি রাখা হোক ৷ রাজ্য হলফনামা দিলে এই সমস্ত বক্তব্য খারিজ হয়ে যাবে ৷”

আরও পড়ুন: শান্তনু বনাম সুব্রত! বুকে আশা নিয়ে মতুয়া ঠাকুরবাড়ির দুই ভাইয়ের দ্বন্দ্বে ‘স্পিকটি নট’ বিজেপি

রাজ্যের মন্তব্য খারিজ বিচারপতির

রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের বক্তব্য সম্পূর্ণ শোনার পর তাঁর এই আবেদন খারিজ করে দিলেন বিচারপতি সুজয় পাল। তিনি বলেন, “না-না, পুজোর পরে মামলার শুনানি করলে, মামলার উদ্দেশ্য তো ব্যর্থ হবে ! আপনি হলফনামা দিন ৷ তারপর শুনানি হোক ৷ তবে, যে সমস্ত পুজো কমিটি ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি, তাঁদের টাকা দেওয়া বন্ধ করে দিন ৷ আগামী ৪৮ ঘণ্টা অর্থাৎ ২৭ অগাস্টের মধ্যে হলফনামা জমা দিতে হবে।” জানা গিয়েছে আগামী ২৭ আগস্টই দুর্গাপুজোর অনুদান সংক্রান্ত মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে ডিভিশন বেঞ্চ ৷

Leave a Comment