ঘরে ঢুকে গুলি! অসমাপ্ত প্রেমের জেরে কৃষ্ণনগরে ভয়ঙ্কর ঘটনা, মৃত ১৮ বছরের ঈশিতা

Krishnanagar

প্রীতি পোদ্দার, কলকাতা: তিন বছরের সম্পর্ক ভেঙে ফেলার চেষ্টা প্রেমিকার! ব্যর্থ প্রেমের প্রতিশোধ নিতেই এবার রুদ্ররূপ ধারণ করল প্রেমিক! ভর দুপুরে বাড়ি ঢুকে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে মেরে ফেলা হল যুবতীকে। ভয়ংকর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল কৃষ্ণনগরের মানিকপাড়া এলাকায়। এদিকে খবরটি জানাজানি হতেই চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এলাকা জুড়ে। অভিযুক্তকে ধরতে এবং আসল কারণের উদ্দেশ্যে তদন্তে নামল পুলিশ।

ঘটনাটি কী?

স্থানীয় সূত্র অনুযায়ী, পুলিশের তরফে জানা গিয়েছে, আজ অর্থাৎ সোমবার দুপুর ২টো থেকে ২:৩০-এর মধ্যে কৃষ্ণনগর শহরের মানিকপাড়া এলাকায় ঘটে এই ভয়ংকর হত্যাকাণ্ড। সেখানকার স্থানীয় বাসিন্দা দুলাল মল্লিকের বাড়িতে আচমকা ঢুকে পড়ে এক যুবক। বাড়ি ঢুকেই সোজা দোতলায় দুলাল মল্লিকের কন্যা ঈশিতা মল্লিকের ঘরে ঢুকে যায় ওই যুবক। আর দোতলায় উঠতেই এলোপাথাড়ি গুলি চালায় বলে অভিযোগ উঠে আসে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বছর ১৮-র যুবতীর। এমতাবস্থায় বাড়িতেই উপস্থিত ছিল মৃতার মা এবং ভাই। কার্যত তাঁদের সামনেই ঘটে এই ঘটনা।

সম্পর্ক বজায় রাখার হুমকি প্রেমিকের!

জানা গিয়েছে, মৃতা ঈশিতা মল্লিক কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। ঘটনাটি ঘটে পরপরই পাড়া প্রতিবেশীদের সহায়তায় পুলিশে খবর দেওয়া হলেই ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে চলে আসেন তাঁরা। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের তরফে জানানো হয়েছে অভিযুক্ত যুবকটির ঈশিতার পূর্ব পরিচিত ছিল। ওই অভিযুক্তের নাম দেবরাজ সিং, বাড়ি উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া এলাকায়। দীর্ঘ প্রায় তিন বছর ধরে দু’জনের মধ্যে ভাল সম্পর্ক ছিল। তবে সম্প্রতি ঈশিতা দেবরাজের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন এবং সম্পর্ক থেকে বেরোতে চান। কিন্তু এরপর থেকেই নাকি দেবরাজ তাঁকে বারবার ফোনে হুমকি দিচ্ছিল এবং জোর করে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছিল। সেই দাবি ঈশিতা না মেনে নেওয়ায় এই পরিণতি হয়।

আরও পড়ুন: সারারাত খোলা দোকান, এবারের কৌশিকী অমাবস্যায় রেকর্ড মদ বিক্রি তারাপীঠে

কৃষ্ণনগরের হত্যাকাণ্ডের ঘটনায় এদিকে অভিযুক্ত যুবক দেবরাজ সিংকে এখনও ধরতে পারেনি পুলিশ। তাই দেবরাজের খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে পুলিশ। পাড়ায় এবং বাড়ির সামনে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে এবং কেন এই ঘটনা সবটাই তদন্ত করা হচ্ছে। তবে এই ঘটনাকে কার্যত ‘ব্যর্থ প্রেমের পরিণতি হিসেবে দেখছেন তদন্তকারীরা।

এই প্রসঙ্গে কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার কে অমরনাথ জানিয়েছেন, ”মেয়েটির শরীরে দুটি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে, তাই তদন্তের খাতিরে মৃতার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়াও তদন্তের অগ্রগতির জন্য ঈশিতার পরিবারের সদস্য এবং পরিচিতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।পাশাপাশি খোঁজ চলছে অভিযুক্ত যুবকের।”

Leave a Comment