প্রীতি পোদ্দার, কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডের গ্রেফতারির পর থেকেই বারংবার রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অসুস্থতার মুখে পড়েছেন। জেলবন্দি থাকা অবস্থায় একাধিকবার শ্বাসকষ্ট সহ ডায়াবেটিস এবং পা ফোলা সংক্রান্ত নানা কারণে ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। হাসপাতালেও ভর্তি করানো হয়েছিল। পরে যদিও হেলথ চেকআপ করার পরই তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু বর্তমানে তাঁর শারীরিক অবস্থা ভালো নয়। গত মাস পাঁচেক ধরে শয্যাবন্দি হয়ে রয়েছেন ইএম বাইপাস সংলগ্ন বেসরকারি হাসপাতালে।
পাঁচ মাস ধরে অসুস্থ পার্থ
আনন্দবাজারের রিপোর্ট অনুযায়ী, গত পাঁচ মাস ধরে অসুস্থ রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, তিনি এইমুহুর্তে ইএম বাইপাস সংলগ্ন বেসরকারি হাসপাতালের ITU ওয়ার্ডে চিকিৎসাধীন। তাঁর দু’টি পায়েরই পাতা থেকে হাঁটু পর্যন্ত ব্যান্ডেজ করা হয়েছে। উচ্চ মাত্রার ডায়াবিটিসের রোগী হওয়ায় পার্থের পায়ের গোড়ালি ও পাতা থেকে চামড়া খসে ক্ষতের সৃষ্টি হয়েছে। গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত রক্ত জমাট বেঁধে কালো হয়ে আছে আর তাতেই পা বেশ ফুলেছে। তবে এইমুহুর্তে পার্থ চিকিৎসাধীন থাকলেও জেল হেফাজতে আছেন। সেখানে ডাক্তার, নার্স ছাড়া কারও যাওয়া নিষেধ। তবে দু’এক জন আইনজীবীর পার্থের সঙ্গে সাক্ষাতের অনুমতি রয়েছে।
ডায়াবিটিসের জন্য একাধিক সমস্যা পার্থের
প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসা সংক্রান্ত অগ্রগতি নিয়ে হাসপাতালের চিকিৎসকরা জানাচ্ছেন যে, ‘‘ পা ফুলে থাকার কারণে ঠিকঠাক এ পাশ-ও পাশ করতে পারেন না পার্থবাবু। তাই সেক্ষেত্রে যদি কোনো শারীরিক পরীক্ষা করানোর হয় তাহলে হুইলচেয়ার ভরসা।” এছাড়াও চিকিৎসকরা জানাচ্ছেন যে, “ওঁর হৃদযন্ত্র, কিডনিতেও নানা সমস্যা রয়েছে। ডায়াবিটিসের জন্য পায়ের ক্ষতে সমস্যা হয়। দিনে অনেক সময়ে ওঁর অক্সিজেন সহায়তা লাগে।” হাসপাতালের কর্তব্যরত নার্সরা জানিয়েছেন প্রায়শই নাকি শুয়ে শুয়ে শুধু ছাদের দিকে তাকিয়ে থাকেন পার্থ। খাওয়ানোর সময়ে মাঝেমধ্যে বিড়বিড় করেন।
আরও পড়ুন: ‘দাগি অযোগ্য না হলে হাইকোর্টকে বিবেচনা করতে হবে!’ SSC মামলায় জানাল সুপ্রিম কোর্ট
প্রসঙ্গত, ২০২২ সালের ২৩ জুলাই মধ্যরাতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তাঁর নাকতলার বাসভবন ‘বিজয়কেতন’ থেকে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তার সঙ্গেই গ্রেফতার করা হয় বান্ধবী অর্পিতা মুখার্জী। সেই থেকেই জেলবন্দি পার্থ। সম্প্রতি সুপ্রিম কোর্টে সিবিআইয়ের এসএসসি-র মামলায়ও পার্থের জামিন মঞ্জুর হয়েছে। কিন্তু শর্ত পূরণে কিছু আইনি জটিলতা রয়েছে। প্রাথমিকের নিয়োগ দুর্নীতির মামলায় এখনও জেল হেফাজতে রয়েছেন পার্থ।