সহেলি মিত্র, কলকাতা: আপনারও কি ব্যাঙ্ক সংক্রান্ত পাহাড় প্রমাণ কাজ বাকি রয়েছে? সামনের মাসে অর্থাৎ অক্টোবর মাসে করবেন বলে ভেবে রেখেছেন? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-এর তরফে জানানো হয়েছে, আগামী সেপ্টেম্বরে টানা ১৫ দিন অর্থাৎ মাসের অর্ধেকটা সময় ব্যাঙ্কের দরজা বন্ধ (Bank holidays in India 2025) থাকবে সকলের জন্য। এখন নিশ্চয়ই ভাবছেন কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে? জেনে নেবে বিশদে।
সেপ্টেম্বরে টানা ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক
৩ সেপ্টেম্বর ২০২৫ – করম পুজোর কারণে রাঁচি এবং পাটনা জোনে ব্যাংক বন্ধ থাকবে।
৪ সেপ্টেম্বর ২০২৫ – প্রথম ওনমের কারণে ত্রিবান্দ্রম এবং কোচি জোনে ব্যাংক বন্ধ থাকবে।
৫ সেপ্টেম্বর ২০২৫ – ঈদ-ই-মিলাদ/মিলাদ-উন-নবী/তিরুভোনাম/মিলাদ-ই-শরীফের কারণে আহমেদাবাদ, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, চণ্ডীগড়, দেরাদুন, হায়দ্রাবাদ, ইম্ফল, জম্মু, কানপুর, কোচি, দিল্লি, মুম্বাই, নাগপুর, রাঁচি, শ্রীনগর এবং বিজয়ওয়াড়া জোনে ব্যাংক বন্ধ থাকবে।
৬ সেপ্টেম্বর ২০২৫ – ঈদ-ই-মিলাদ/মিলাদ-উন-নবী/তিরুভোনাম/মিলাদ-ই-শরীফের কারণে জম্মু, শ্রীনগর এবং গ্যাংটকে ব্যাংক বন্ধ থাকবে।
৭ সেপ্টেম্বর ২০২৫ – সরকারি ছুটির কারণে রবিবার ব্যাংক বন্ধ থাকবে।
১২ সেপ্টেম্বর ২০২৫ – ঈদ-ই-মিলাদ পরবর্তী শুক্রবারের কারণে জম্মু এবং শ্রীনগরে ব্যাংক বন্ধ থাকবে।
১৩ সেপ্টেম্বর ২০২৫ – মাসের দ্বিতীয় শনিবারের কারণে ব্যাংক বন্ধ থাকবে।
১৪ সেপ্টেম্বর ২০২৫ – রবিবার ব্যাংক বন্ধ থাকবে।
২১ সেপ্টেম্বর ২০২৫ – রবিবারের কারণে সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে।
২২ সেপ্টেম্বর ২০২৫ – নবরাত্রির কারণে জয়পুর জোনে ব্যাংক বন্ধ থাকবে।
২৩ সেপ্টেম্বর ২০২৫ – মহারাজা হরি সিং জয়ন্তীর কারণে জম্মুতে ব্যাংক বন্ধ থাকবে।
২৭ সেপ্টেম্বর ২০২৫ – মাসের চতুর্থ শনিবারের কারণে সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে।
২৮ সেপ্টেম্বর ২০২৫ – রবিবারের কারণে ব্যাংক বন্ধ থাকবে।
২৯ সেপ্টেম্বর ২০২৫ – মহাসপ্তমী / দুর্গাপুজোর কারণে কলকাতা, গুয়াহাটি এবং শ্রীনগরে ব্যাংক বন্ধ থাকবে।
৩০ সেপ্টেম্বর ২০২৫ – মহাঅষ্টমী / দুর্গাপুজোর কারণে কারণে কলকাতা, ত্রিপুরা, ভুবনেশ্বর, আগরতলা, গুয়াহাটি, ইম্ফল, জয়পুর, পাটনা এবং রাঁচিতে ব্যাংক বন্ধ থাকবে।
আরও পড়ুনঃ ‘দাগি অযোগ্য না হলে হাইকোর্টকে বিবেচনা করতে হবে!’ SSC মামলায় জানাল সুপ্রিম কোর্ট
কীভাবে টাকা তুলবেন?
ব্যাংক ছুটির ফলে ব্যাংক সম্পর্কিত পরিষেবার উপর সরাসরি প্রভাব পড়ে। উৎসবের মরশুমে ছুটির কারণে, এটিএম মেশিনে নগদ টাকার সরবরাহ চাহিদার তুলনায় কম থাকে। এই কারণে, উৎসবের মরশুমে প্রায়শই এটিএম মেশিনে নগদ টাকার ঘাটতি দেখা দেয়। যদি আপনার নগদ অর্থের প্রয়োজন হয়, তাহলে আপনার সময়মতো তা তুলে নেওয়া উচিত।