প্রত্যাবর্তনেই কামাল! কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাঈ চানু

Mirabai Chanu Wins Gold medal in commonwealth Championships

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিরাট প্রত্যাবর্তন ভারতের লড়াকু নারীর। সোমবার কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাঈ চানু (Saikhom Mirabai Chanu)। জানা যাচ্ছে, মহিলাদের 48 কেজির বিভাগে ক্লিন অ্যান্ড জার্কে 193 কেজি ওজন তুলে শীর্ষস্থান দখল করেছেন তিনি। আর তাতেই ফের আরও একবার বিশ্বের দরবারে দেশের নাম উজ্জ্বল করলেন চানু।

চোট সমস্যা পেরিয়ে সোনা জয় চানুর

গত বছর অর্থাৎ 2024 সালে অলিম্পিকে অংশগ্রহণের ক্ষেত্রে চোট সমস্যা যথেষ্ট ভুগিয়েছিল মীরাবাঈ চানুকে। যার কারণে বহুদিন নিজের স্বপ্ন থেকে দূরে থাকতে হয়েছে তাঁকে। তবে অবশেষে প্রত্যাবর্তন ঘটল কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের মঞ্চে। আপাতত যা খবর, 6টির মধ্যে মাত্র তিনটি সফল লিফট করতে সক্ষম হয়েছিলেন চানু।

আর তাতেই নিজের প্রত্যাবর্তনকে স্বর্ণ মুহুর্তে প্রতিস্থাপন করলেন ভারতের এই লড়াকু মহিলা। রিপোর্ট অনুযায়ী, 84 কেজি ওজনের প্রথম স্ন্যাচ তুলতে পারেননি তিনি। প্রতিযোগিতার মাঝেই ডান পায়ের হাঁটু নিয়ে বেশ অস্বস্তিতে দেখা গিয়েছিল তাঁকে। যদিও পরবর্তীতে সমস্ত যন্ত্রণাকে সঙ্গী করেই জয় ফিরলেন মীরাবাঈ।

মীরাবাঈ চানুর সাফল্যকে ফিরে দেখা

কমনওয়েলথের ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে সদ্য পাওয়া সোনার পদকটি চানুর পঞ্চম পদক। এর আগে নিজস্ব বিভাগে কেরামতি দেখিয়ে 2013, 2017 এবং 2019 সালে সোনা জিতেছিলেন তিনি। শুধু তাই নয়, 2015 সালেও ভারতের জন্য রুপোর পদক নিয়ে এসেছিলেন এই দাপুটে কন্যা।

 

অবশ্যই পড়ুন: দেশ থেকে পলাতক, জাতীয় দলেরও বাইরে! তবুও T20-তে বিশ্ব রেকর্ড গড়লেন সাকিব

উল্লেখ্য, অনেকেই হয়তো জানেন, 2018 সালের পর প্রথমবারের জন্য ওয়েটলিফটিং বিভাগে অংশ নিলেন ভারতের সোনার কন্যা। দীর্ঘ প্রতীক্ষার পর সেই প্রত্যাবর্তনই একেবারে রাঙিয়ে দিলেন তিনি। বলা বাহুল্য, চানুর পাশাপাশি মালয়েশিয়ার আইরিন হেনরি রুপোর পদক জিতেছিলেন। তিনি 161 কেজি ওজন তুলে এই সফলতা অর্জন করেন। অন্যদিকে ব্রোঞ্জ জিতেছেন ওয়েলেসের নিকোল রবার্টস। না বললেই নয়, 2028 সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে 48 কেজির বিভাগে নামার সিদ্ধান্ত নিয়েছেন মীরাবাঈ চানু।

Leave a Comment