সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার! মুখ্যমন্ত্রীর সফরের আগেই সাসপেন্ড বর্ধমানের ASI

mamata in bardhaman

প্রীতি পোদ্দার, কলকাতা: কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গ সফরে এসে দমদমে জনসভা করেছিলেন। তিনটি মেট্রো প্রকল্পের উদ্বোধনও করেছিলেন। আর সেই সফরের রেশ কাটতে না কাটতেই এবার জেলা সফরে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ অর্থাৎ মঙ্গলবার বর্ধমান শহরের মিউনিসিপ্যাল বয়েজ হাইস্কুলের মাঠ থেকে তিনি একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে। কিন্তু সেই সফরের আগেই কড়া পদক্ষেপ করল জেলা পুলিশ। সাসপেন্ড করা হল বর্ধমানের এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টরকে।

ভিডিও ঘিরে বিতর্ক

উল্লেখ্য গতকাল একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে দেখা গিয়েছে সোমবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল অর্থাৎ বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলের মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে গিয়েছিলেন পরিদর্শন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানি, পুলিশ সুপার সায়ক দাস-সহ অন‌্যান্য আধিকারিকরা। আর সেই সময় ওই সভাস্থল কভার করছিলেন কয়েকজন সাংবাদিক এবং সভাস্থলের ছবি তুলতে গিয়েছিলেন এক চিত্রসাংবাদিক। আর ঠিক তখনই তাঁকে ছবি তুলতে বাধা দিয়ে সেখান থেকে বের করে দিতে দেখা গিয়েছে এএসআই দেবাশিস কুমার দে-কে। ক্রমেই সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তুমুল নিন্দা শুরু করে সাংবাদিক মহল ও নেটিজেনরা। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘India Hood’। আর এবার সেই নিয়ে বড় পদক্ষেপ নিল জেলা পুলিশ।

সাসপেন্ড বর্ধমানের এএসআই-কে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ অর্থাৎ মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্ধমান সফরের ঠিক আগে কোনো রকমের প্রশাসনিক জটিলতা বা বিতর্ক এড়াতে এএসআই দেবাশিস কুমার দে-কে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় জেলা পুলিশ। এবং তাঁকে সাসপেন্ড করে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। দুর্ব্যবহার করার কারণেই এই সাসপেন্ড বলে জানা গিয়েছে। যদিও মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই পুলিশের কর্তব্য এবং জনসংযোগের ধরন নিয়ে একাধিক সচেতনমূলক বার্তা দিয়ে থাকেন। আর সেই বার্তাকে মাথায় রেখেই রক্ষাকর্তা হিসেবে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে জেলা পুলিশ।

আরও পড়ুন: বউবাজারের গৃহহীনদের জন্য বড় সুখবর! ২৬-এর পুজোর আগেই মিলবে নতুন বাড়ি

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্ধমান জেলা সফর নিয়ে একাধিক নানা তথ্য উঠে আসছে খবরের পাতায়। জানা গিয়েছে পূর্ব ও পশ্চিম দুই বর্ধমানের আধিকারিকদের নিয়ে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করবেন। এছাড়াও, সভায় উপস্থিত থাকবেন প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিরা যেমন জেলা পরিষদের সভাধিপতি ও অন্যান্য কর্মাধ্যক্ষরা। পাশাপাশি, মুখ্যমন্ত্রী মঙ্গলবার সরাসরি পাট্টা বিলি করতে পারেন বলে জানা যাচ্ছে এবং সরকারি প্রকল্পের সুবিধা উপভোক্তদের হাতে তুলে দেবেন বলে জানা গিয়েছে। এছাড়াও রাস্তা সহ একাধিক প্রকল্পের শিলান্যাস করতে পারেন বলে সূত্র মারফত জানা গিয়েছে।

Leave a Comment