তারিখ পে তারিখ আর নয়! মামলার দ্রুত নিষ্পত্তির জন্য সেপ্টেম্বরেই দুর্গাপুরে ‘লোক আদালত’

durgapur lok adalat

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বছরের পর বছর আদালতে ছোটাছুটি করেও মামলায় গতি আসেনি, এমন ঘটনায় ভুক্তভোগী অনেকেই। এতে একদিকে যেমন আইনি লড়াইয়ের খরচ জোগাতে হিমশিম খেতে হয় সাধারণ মানুষকে, অন্যদিকে গরিবের অর্থে পকেট ভরেন আইনজীবীরা! মূলত এমন সমস্যাগুলিকে সামনে রেখে এবার সাধারণ জনগণকে স্বস্তি দিল দুর্গাপুর মহকুমা আদালত।

জানা যাচ্ছে, আগামী 13 সেপ্টেম্বর থেকে দুর্গাপুর আদালতে চালু হচ্ছে লোক আদালত। জানা যাচ্ছে, সাধারণ মানুষের নিত্যদিনের ছোটখাটো মামলা, জমি বিবাদ, ট্রাফিক জরিমানা থেকে শুরু করে বকেয়া বিল কিংবা আর্থিক প্রতারণা সংক্রান্ত মামলা যেগুলি বছরের পর বছর ধরে ঝুলে থাকে, এবার সেই সব মামলাগুলিকে অল্প সময়ে এবং খরচ বিহীনভাবে নিষ্পত্তি করার উদ্দেশ্যেই দুর্গাপুর মহকুমা আদালতে অনুষ্ঠিত হতে চলেছে লোক আদালত।

উপকৃত হবেন বহু মানুষ

স্থানীয় সূত্রের খবর, আগামী 13 সেপ্টেম্বর থেকে দুর্গাপুর মহকুমা আদালতে অনুষ্ঠিত হতে যাওয়া লোক আদালত নিয়ে ইতিমধ্যেই শিল্প নগরীর নানা প্রান্তে শুরু হয়েছে প্রচার। আসলে সাধারণ মানুষ যাতে এই লোক আদালতের সুবিধা পেতে পারেন সেজন্যই, দুর্গাপুরের পাড়ায় পাড়ায় ঘুরে আসন্ন লোক আদালতের প্রচার চালাচ্ছে স্থানীয় পুলিশ প্রশাসন। জানা যাচ্ছে, সাধারণ মানুষ যাতে তাদের নিত্যদিনের মামলাগুলির ক্ষেত্রে সুবিচার পেতে পারেন, সেজন্যেই এই লোক আদালত আয়োজন করা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, দুর্গাপুর মহকুমা আদালতে অনুষ্ঠিত হতে যাওয়া এই লোক আদালতের হাত ধরে যেমন দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিভিন্ন মামলার সহজেই নিষ্পত্তি হবে, ঠিক তেমনই সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ অপচয়ও বন্ধ হবে বলেই আশা করা যায়।

অবশ্যই পড়ুন: প্রত্যাবর্তনেই কামাল! কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাঈ চানু

প্রসঙ্গত, দুর্গাপুর মহকুমা আদালতে অনুষ্ঠিত হতে যাওয়া লোক আদালত প্রসঙ্গে আইনজীবী রাত্রি সিনহা জানান, লোক আদালত আজকের নয়। এটা শুরু হয়েছিল 1987 সালে লোক আদালত ডিস্পিউট অ্যাক্টের হাত ধরে। ওই আইনজীবীর বক্তব্য, এই লোক আদালতের প্রধান উদ্দেশ্য, বিভিন্ন সময় সাপেক্ষ মামলা থেকে শুরু করে ব্যাঙ্কের মামলা এমনকি পারিবারিক বিবাদ সংক্রান্ত মামলা খুব অল্প সময়ের মধ্যে নিষ্পত্তি করা। এই আদালত মূলত উভয় পক্ষে দাবি শুনেই রায়দান করে থাকে।

Leave a Comment