বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি বছর এশিয়া কাপের আয়োজক ভারত হলেও, বহু অপেক্ষিত টুর্নামেন্টটি গড়াবে সংযুক্ত আরব আমিরশাহীর মাটিতে। মূলত 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে রাখা হয়েছে। আসন্ন 9 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া হাই ভোল্টেজ টুর্নামেন্টটিতে অংশ নিচ্ছে ভারত সহ মোট 8টি দেশ। তবে সেই তালিকায় ওমান হল একমাত্র দেশ যে প্রথমবারের মতো এশিয়া কাপে অংশ নিতে চলেছে।
শুধু তাই নয়, নতুন দলটি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এই প্রতিযোগিতার এ গ্রুপে রয়েছে। চলুন জেনে নিই ওমান ক্রিকেট দলের এশিয়া কাপে যোগ্যতা অর্জনের দীর্ঘ সংগ্রামের কাহিনী।
এসিসি প্রিমিয়ার কাপে ক্ষমতা দেখিয়ে এশিয়া কাপে ওমান
গত এসিসি মেন্স প্রিমিয়ার কাপে দুর্দান্ত পারফর্ম করেছিল ওমান ক্রিকেট দল। এশিয়া কাপে জায়গা করে নিতে এই দল বাহরাইন, কম্বোডিয়া, সংযুক্ত আরব আমিরশাহী এবং কুয়েতকে পরাস্ত করে। পরবর্তীতে ওই টুর্নামেন্টের সেমিফাইনালেও হংকংকে 5 উইকেটে উড়িয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ওমান।
তবে দুঃখের বিষয়, বিগত ম্যাচগুলিতে জয়ের ধারা অব্যাহত রাখলেও ফাইনালে সংযুক্ত আরব আমিরশাহীর কাছে 55 রানে হেরে যায় দলটি। তবে পয়েন্ট তালিকায় দ্বিতীয়স্থানে থেকেও এশিয়া কাপে জায়গা করে নেয় ওমান।
এখনও পর্যন্ত কতগুলি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ওমান?
পরিসংখ্যান বলছে, ওমান ক্রিকেট দল এখনও পর্যন্ত মোট 98টি 20 ওভারের ম্যাচ খেলেছে। যার মধ্যে, 44টিতে জয়, 51 ম্যাচে হার, দুটি ড্র এবং একটি ম্যাচের ফলাফল ঘোষণা হয়নি। বলে রাখি, এই ওমান ক্রিকেট দল 2015 সালে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল।
উল্লেখ্য, 2025 এশিয়া কাপের এ গ্রুপে ভারতের সাথেই রয়েছে ওমান। বলা বাহুল্য, বহু অপেক্ষিত এশিয়ার এই বৃহত্তর টুর্নামেন্টে ওমানের প্রথম ম্যাচ রয়েছে 12 সেপ্টেম্বর, পাকিস্তান দলের বিরুদ্ধে। এরপর 15 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহী ও 16 সেপ্টেম্বর ভারতীয় দলের বিরুদ্ধে মাঠে নামবে ওমান। আসন্ন টুর্নামেন্টে দলটিকে নেতৃত্ব দেবেন যতীন্দর সিং।
অবশ্যই পড়ুন: দেশ থেকে পলাতক, জাতীয় দলেরও বাইরে! তবুও T20-তে বিশ্ব রেকর্ড গড়লেন সাকিব
এশিয়া কাপের জন্য ওমানের ঘোষিত স্কোয়াড
যতিন্দর সিং (অধিনায়ক), হাম্মাদ মির্জা, বিনায়ক শুক্লা (উইকেটরক্ষক), সুফিয়ান ইউসুফ (উইকেটরক্ষক), আশিস ওদেদেরা, আমির কলিম, মহম্মদ নাদিম, সুফিয়ান মাহমুদ, আরিয়ান বিশত, করণ সোনাওয়ালে, জিকারিয়া ইসলাম, হাসনাইন আলি শাহ, ফয়সাল আহমেদ শাহ, ইমরান শাহ, ইমরান শাহ, ইমরান শাহ এবং মহম্মদ নাদেম শাহ।