“CBI গ্যালারি শো করে!” খেজুরিতে জোড়া BJP কর্মী মৃত্যুর তদন্ত CID-কে দিল হাইকোর্ট

Calcutta High Court

প্রীতি পোদ্দার, কলকাতা: ক্রমেই আস্থা কমছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা CBI এর উপর! আর সেই কথা পরোক্ষভাবে বুঝিয়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এদিন খেজুরিতে দুই বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনার তদন্তভার CBI কে দেওয়ার আর্জি জানানো হলেও শেষ পর্যন্ত সিআইডি-র উপর দায়িত্ব দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার এই মামলার রায়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সাফ নির্দেশ, সিবিআই নয়, CID-ই করবে এই মামলার তদন্ত।

CBI তদন্তের আর্জি জানিয়ে মামলা

উল্লেখ্য, চলতি বছরের ১১ জুলাই, পূর্ব মেদিনীপুরের খেজুরিতে মহরম উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর সেই অনুষ্ঠান দেখতে গিয়ে বছর তেইশের সুজিত দাস এবং বছর পঁয়ষট্টির চন্দ্র পাইকের মৃত্যু হয়। খবর পেয়ে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় খেজুরি থানার পুলিশ। সেখানে প্রাথমিক অনুমান করা হয়েছিল যে অনুষ্ঠানস্থলের কাছে একটি হ্যালোজেন লাইট খুলে পড়ে দুই ব্যক্তির উপর। তার জেরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁদের। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিল যে, ওই ব্যক্তিদের পরিকল্পনামাফিক খুন করা হয়েছে। তাই তার যথাযথ সত্য জানতে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিলেন মামলাকারীরা। আর সেই মামলায় এবার বড় রায় দিলেন হাইকোর্টে।

CID-র উপর আস্থা রাখলেন বিচারপতি

সংবাদ প্রতিদিনের রিপোর্ট অনুযায়ী আজ অর্থাৎ মঙ্গলবার, খেজুরিতে জোড়া মৃত্যুর ঘটনার মামলা ওঠে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে। সেখানে মামলাকারীরা CBI তদন্তের আর্জি জানিয়েছিলেন। কিন্তু গতকালই সেই আর্জি খারিজ করে দেন বিচারপতি ঘোষ। তার একদিন পর আজ তিনি নির্দেশ দিয়েছেন যে, ওই মামলায় সিট গঠন করে তদন্ত করবে CID। শুনানি চলাকালীন বিচারপতি ঘোষ মন্তব্য করেন যে, ‘‘CBI এখন গ্যালারি শো করে! এই মামলায় রাজ্য পুলিশই তদন্ত করবে।’’ অর্থাৎ এর দ্বারাই বিচারপতি বুঝিয়ে দেন যে CBI-এর বদলে রাজ্য পুলিশের উপরেই আস্থা রয়েছে তাঁর। তাই এই তদন্তেরই নির্দেশ।

আরও পড়ুন: বাবা NDRF কর্মী, বাড়ি গোরক্ষপুরে! কৃষ্ণনগরের ঈশিতার খুনি দেবরাজের আসল পরিচয় সামনে

পরবর্তী শুনানি কবে?

খেজুরিতে জোড়া মৃত্যুর ঘটনার মামলায় এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আরও বলেন যে ডিআইজি পদমর্যাদার একজন আধিকারিকের নেতৃত্বে সিট গঠন করবেন ADG, CID। সেই সিটে থাকবেন সিআইডির হোমিসাইড শাখার আধিকারিকরাও। আগামী ২৫ সেপ্টেম্বর তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট আদালতে পেশ করবে রাজ্য তদন্তকারী সংস্থা। আর সেই দিনেই হবে খেজুরিতে জোড়া মৃত্যুর ঘটনার মামলার পরবর্তী শুনানি।

Leave a Comment