প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েক মাস ধরে বাংলার বাইরে একাধিক রাজ্যে বাংলা ভাষা নিয়ে এক চরম বিতর্ক তৈরি হয়েছে। বাংলার পরিযায়ী শ্রমিকরা বাইরের রাজ্যে বাংলায় কথা বললেই চরম বিশৃঙ্খলার মধ্যে পড়ছে। আর তাই নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। দিকে দিকে ভাষা আন্দোলনের ডাক দিয়ে রাজপথেও নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমতাবস্থায় বাংলার অন্দরে দুর্গাপুরে হিন্দি ভাষা নিয়ে তৈরি হল এক চাঞ্চল্যকর পরিস্থিতি। সাদা কাগজ দিয়ে ঢেকে দেওয়া হল বাসে লেখা জয় শ্রী রাম স্লোগান।
ঘটনাটি কী?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ অর্থাৎ মঙ্গলবার, প্রান্তিকা থেকে দুর্গাপুর বাস রুটের এক বেসরকারি বাসের সামনে হিন্দিতে লেখা ‘জয় শ্রীরাম’-কে কেন্দ্র করে শুরু হয়েছে এক বিতর্ক। আসলে আসানসোল যাওয়ার জন্য বাংলা পক্ষ গাড়িটা ভাড়া করেছিল। কিন্তু গাড়ির সামনে হিন্দিতে লেখা দেখে সঙ্গে সঙ্গে বাংলা পক্ষের তরফে ওই লেখাকে ঢেকে দেওয়া হল সাদা কাগজ দিয়ে! বাংলা পক্ষের দাবি, “বাংলার বুকে আগে বাংলায়, তারপর অন্য ভাষা।” দুর্গাপুর রুটের এই বেসরকারি বাসের সামনে এমন বিক্ষোভকারীদের হম্বিতম্বি দেখে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।
কী বলছেন বাস চালক?
দুর্গাপুরের এই ঘটনায় বাসের চালক প্রবীর কুণ্ডু আতঙ্কিত হয়ে পড়েন গোটা ঘটনায়। তিনি বলেন, “২৫ বছর ধরে এই রুটে গাড়ি চালাই। কখনও এরকম হয়নি। হিন্দি লেখার কারণে তারা সাদা কাগজ লাগিয়ে দিল। আমাকে অনুরোধও করেছে, আগে বাংলায় লিখতে। পরে ইংরেজি বা অন্য ভাষা থাকুক, তাতে আপত্তি নেই।” ভাষা নিয়ে বিতর্কের মাঝেই এই ঘটনায় আতঙ্কিত সবাই। এমতাবস্থায় এই নিয়ে মুখ খুললেন বাংলা পক্ষের সদস্য চঞ্চল বণিক। তিনি জানান, “আমাদের আন্দোলন কোনও স্লোগানকে কেন্দ্র করে নয়। আমরা চাই, আমাদের রাজ্যে বাংলাকে সর্বাগ্রে গুরুত্ব দেওয়া হোক।”
ভাষা নিয়ে বড় দাবি বাংলা পক্ষের!
বাসচালকের বাসে এইরূপ হিন্দি ভাষা লেখাকে কেন্দ্র করে বাংলা পক্ষের সদস্য চঞ্চল বণিক আরও জানিয়েছেন যে, “ অনেক ক্ষেত্রেই দেখা যায় বিহার বা উত্তরপ্রদেশ থেকে মানুষ বাংলায় পরিষেবা নিতে আসছেন। তাতে যদিও কোনো আপত্তি নেই কারোর, পরিষেবা নিতে আসতেই পারেন। কিন্তু আমরা বাঙালি হয়েও যদি বাংলার বুকে বাংলাকে পিছিয়ে দিই, তা কখনোই মানা যায় না। তাই বাংলায় থেকে আগে বাংলা ভাষাকে এগিয়ে রাখা হোক।” এদিকে এদিনের ঘটনায় লেগেছে রাজনৈতিক রং। তৃণমূল কংগ্রেসকে সরাসরি দায়ী করে জেলা বিজেপি নেতৃত্ব অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, “আসলে শাসকদলের মদতেই ‘জয় শ্রীরাম’ এর বিরোধিতা করা হচ্ছে। বাংলায় স্লোগান চাপিয়ে দিয়ে অন্য ভাষা মুছে ফেলা হচ্ছে।”
আরও পড়ুন: “CBI গ্যালারি শো করে!” খেজুরিতে জোড়া BJP কর্মী মৃত্যুর তদন্ত CID-কে দিল হাইকোর্ট
এদিকে ‘জয় শ্রীরাম’ এর স্লোগান নিয়ে বাস বির্তক যখন তুঙ্গে তখন মুখ খুললেন দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন বরো চেয়ারম্যান তথা তৃণমূল নেতা রমা প্রসাদ হালদার। বিজেপির অভিযোগের বিরুদ্ধে পাল্টা কটাক্ষ করে তিনি বলেন, “বাংলা পক্ষ নিজেদের মতো আন্দোলন করছে। কিন্তু বিজেপি সবেতেই রাজনীতি খুঁজে বেড়াচ্ছে। অন্য রাজ্যে যখন বাঙালিদের উপর আক্রমণ হয়, তখন তো বিজেপির কোনও নেতা মুখ খোলেন না। আজ তাহলে এমন কেন বক্তব্য পেশ করছেন? সবটাই আমাদের প্রতি বাংলার মানুষকে তাতানোর চক্রান্ত।”