টাকার প্রয়োজন! মৃত্যুর আগে শেষবার ফোন করেন জয় ব্যানার্জি, কি কথা হয় জানালেন চিরঞ্জিত

joy banerjee chiranjeet

সহেলি মিত্র, কলকাতাঃ সোমবার প্রয়াত হয়েছেন বাঙালি অভিনেতা এবং বিজেপি নেতা জয় ব্যানার্জি (Joy Banerjee)। দীর্ঘ অসুস্থতার পর সোমবার ৬২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। এদিন সকাল ১১:৩৫ মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জয় বন্দ্যোপাধ্যায়। এদিকে তাঁর এহেন আকস্মিক মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে বিনোদন তথা রাজনৈতিক দুনিয়ায়। জানা যায়, শেষ জীবনটা নাকি অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে কেটেছিল তাঁর। সত্যিই কি তাই? এই নিয়ে মুখ খুললেন আরেক কিংবদন্তি  অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী।

জয় ব্যানার্জির মৃত্যু নিয়ে মুখ খুললেন চিরঞ্জিৎ

গত কয়েক বছর ধরে, জয় ব্যানার্জি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন এবং সক্রিয় রাজনীতি থেকে বিরতি নিয়েছিলেন। ২০২১ সাল থেকে তাকে কোনও দলীয় কর্মকাণ্ডে অংশ নিতে দেখা যায়নি। তিনি ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজনীতিতে সক্রিয় ছিলেন। অভিনেতার সহকারী সংবাদমাধ্যমকে জানান, জয় ব্যানার্জির দীর্ঘস্থায়ী অবস্ট্রাকটিভ পালমোনারি রোগ ছিল। যাইহোক, মৃত্যুর কয়েকদিন আগে অবধি অভিনেতা নাকি ফোন করেছিলেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীকে। দুজনের মধ্যে নাকি বেশ কিছু নিয়ে অনেক কথা হয়।

আরও পড়ুনঃ ভারতে তৈরি প্রথম Maruti Suzuki e Vitara-র সূচনা করলেন প্রধানমন্ত্রী, রপ্তানি হবে ১০০টি দেশে

বারাসাতে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চিরঞ্জিত জানিয়েছেন, ‘ওর শরীর খারাপ ছিল, আমাকে ফোন করেছিল। ওর কিছু টাকার প্রয়োজন ছিল। কিন্তু আমার কাছে অত টাকা ছিল না। আমি বলেছিলাম, আমি বিজেপিকে বলব। বলেওছিলাম। ওঁরা পৌঁছেও গিয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, ও আর বাঁচল না।’ তিনি আরও জানান, ‘অনন্যা মানে জয়ের প্রথম স্ত্রী আমাকে লিখল – ‘ও চলে গেল আজকে।’ চিরঞ্জিতকে নাকি দীর্ঘ প্রায় ৪০ বছর পর জয় ফোন করেছিলেন। কথোপকথনের সময় জয় জানিয়েছিলেন, তিনি নাকি দ্বিতীয়বার বিয়েও করেছেন। চিরঞ্জিত বলেন, ‘খুবই কষ্টের বিষয়। আমরা একসঙ্গে কোনও ছবি করিনি। তবে একসময় ওর ছবি নিয়ে দারুণ হইচই হয়েছিল। কিন্তু ও যে কবে থেকে অসুস্থ হয়ে পড়ল, আমি জানতাম না।’

জয় ব্যানার্জির রাজনৈতিক জীবন

২০১৪ সালের লোকসভা নির্বাচনে জয় ব্যানার্জি বীরভূম আসন থেকে তৃণমূল কংগ্রেসের বর্তমান সাংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। এমনকি তিনি ২০১৯ সালে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাজদা আহমেদের কাছে হেরে যান। এরপর ২০২১ সালে, জয় ব্যানার্জি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে তিনি আর নির্বাচনে বিজেপির প্রতিনিধিত্ব করবেন না। তাকে বাঙালি চলচ্চিত্র নির্মাতা সুখেনা দাস এবং অঞ্জন চৌধুরীর বেশ কয়েকটি ছবিতে অভিনয় করতে দেখা গেছে। জয় ব্যানার্জির ঝুলিতে ‘হীরক জয়ন্তী’, ‘মিলন তিথি’, ‘জীবন মরণ’-এর মতো বেশ কিছু সিনেমা রয়েছে।

Leave a Comment