বিক্রম ব্যানার্জী, কলকাতা; গত 30 এপ্রিল ধুমধাম করে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই উদ্বোধনের 4 মাস অতিক্রান্ত হওয়ার আগেই উঠে এল বিতর্কিত চিত্র। সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, দীঘার উত্তাল সমুদ্রের প্রবল ঢেউয়ে খুলে গিয়েছে, জগন্নাথ ঘাটে বসানো টাইলসগুলি। আর তাতেই এবার উঠে আসছে কারচুপির অভিযোগ।
ঢেউয়ের আঘাতে দুভাগ জগন্নাথ ঘাটে বসানো পাথর
সদ্য বাঙালির অন্যতম প্রিয় পর্যটন ক্ষেত্র দীঘার ফেসবুক হ্যান্ডেল থেকে জগন্নাথ ঘাটের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই রিলস ভিডিওটিতে দেখা যাচ্ছে, সমুদ্রের ঢেউয়ের স্বল্প আঘাতেই খুলে গিয়েছে জগন্নাথ মন্দির লাগোয়া ঘাটের নিচে পাতানো টাইলসগুলি।
ভিডিওটির একটা অংশে দেখা যায়, জগন্নাথ ঘাটের সামনে বসে সমুদ্রের ঢেউয়ে গা ভেজাচ্ছেন কয়েকজন ভক্ত। ওই দৃশ্যের ঠিক আগের অংশে দেখা গিয়েছে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ায় জগন্নাথ ঘাটের টাইলসগুলি ভেঙে দুই খন্ড হয়ে চারিদিকে ছড়িয়ে রয়েছে। আর এমন ভিডিও প্রকাশ্যে আসতেই কমেন্ট বক্সে উঠে আসছে আর্থিক কারচুপির অভিযোগ।
অবশ্যই পড়ুন: ভারতে তৈরি প্রথম Maruti Suzuki e Vitara-র সূচনা করলেন প্রধানমন্ত্রী, রপ্তানি হবে ১০০টি দেশে
নেট নাগরিকদের প্রতিক্রিয়া
উদ্বোধনের মাত্র চার মাসের মধ্যে দীঘার জগন্নাথ ঘাটের এমন বেহাল অবস্থা দেখে ভাইরাল হওয়া ওই ভিডিওটির কমেন্ট বক্সে রাজ্য সরকারের বিরুদ্ধে নাম না করে তোপ দেগেছেন অনেকেই। এক নেট নাগরিক লিখেছেন, এখানেও হয়েছে গাফলা।
তার ঠিক নিচেই আরেক নেট নাগরিকের বক্তব্য, উন্নয়নের জোয়ারের কারণেই ওই টাইলসগুলি খুলে গিয়েছে… যদিও এমন কটাক্ষের বিপরীতে যুক্তি দিয়ে আরেক নেট নাগরিক লিখেছেন, সমুদ্রের ধারে কংক্রিট ছাড়া কিছুই টিকবে না। জলের কী ক্ষমতা সেটা সকলেরই জানা দরকার। সব মিলিয়ে, ভাইরাল ভিডিও ঘিরে উঠে আসছে নানান মিশ্র প্রতিক্রিয়া।