অস্থায়ী ভিত্তিতে ফেডারেশনের সাথে চুক্তি বাড়াচ্ছে FSDL, অক্টোবরেই শুরু ISL!

FSDL-AIFF Contract may extent for temporary basis regarding ISL

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ISL নিয়ে ধীরে ধীরে অন্ধকার কাটছে। সুপ্রিম কোর্ট আশার আলো দেখানোর পরেই, ফেডারেশনের সাথে আলোচনায় বসেছিল FSDL। আর সেখানেই সংস্থাটি জানিয়েছে, কমিটির সঙ্গে এই মুহূর্তে নতুন চুক্তি নিয়ে কিছুই ঠিক করা যাচ্ছে না।

তাই ভারতীয় ফুটবলের স্বার্থে, এই মরসুমে ইন্ডিয়ান সুপার লিগ আয়োজন করা হবে। হ্যাঁ, ফেডারেশন কমিটির সাথে মূলত অস্থায়ীভাবে চুক্তিতে গিয়েই ভারতীয় ফুটবলের সমস্যা কমাতে চাইছে FSDL। তাহলে কবে নাগাদ শুরু হবে ইন্ডিয়ান সুপার লিগের নতুন মরসুম?

কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে ISL 2025-26?

দেশের সর্বোচ্চ ফুটবল লিগ নিয়ে বহুদিন ধরেই চিন্তায় রয়েছেন সমর্থকরা। আদৌ কি গড়াবে ISL? এই প্রশ্নটাই এখন ঘুরে বেড়াচ্ছে দেশের নানা প্রান্তের ফুটবল প্রেমীদের মুখে। তবে সম্প্রতি সুপ্রিম কোর্ট ফেডারেশন ও FSDL কর্তাদের ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে অচলাবস্থা কাটাতে আলোচনায় বসার অনুমতি দেওয়ার পর থেকেই জ্বলে উঠেছিল আশার প্রদীপ।

সম্প্রতি সেই মতোই, ফেডারেশন কর্তাদের সাথে আলোচনার পরই FSDL স্পষ্ট করে দেয়, এই মুহূর্তে ফেডারেশন কমিটির সাথে চুক্তি নবীকরণ নিয়ে কিছুই ঠিক করা যাচ্ছে না। এদিকে আগামী ডিসেম্বর পর্যন্ত ফেডারেশনের সাথে চুক্তি রয়েছে FSDL এর। অন্যদিকে এপ্রিলে শেষ হবে ISL। ফলে সবদিক মাথায় রেখে ভারতীয় ফুটবলের সমস্যা মেটাতে ইন্ডিয়ান সুপার লিগের এই মরসুমটা চালিয়ে দিতে চাইছে FSDL।

তাহলে কবে নাগাদ শুরু হবে ইন্ডিয়ান সুপার লিগের নতুন মরসুম? আপাতত যা খবর, অস্থায়ীভাবে চুক্তির ভিত্তিতে আসন্ন মরসুমে ISL আয়োজনের জন্য প্রথমে ক্লাবগুলির সাথে আলোচনায় বসবে FSDL। আর সেই আলোচনা মিটলেই সমস্ত দিক মাথায় রেখে ঠিক করা হবে ইন্ডিয়ান সুপার লিগের নতুন মরসুম কবে থেকে শুরু হচ্ছে এবং শেষ কবে। যদিও সূত্র বলছে, সব ঠিক থাকলে আগামী অক্টোবরের শেষ কিংবা নভেম্বরের দিকে শুরু হয়ে যেতে পারে ISL।

অবশ্যই পড়ুন: ভারতে তৈরি প্রথম Maruti Suzuki e Vitara-র সূচনা করলেন প্রধানমন্ত্রী, রপ্তানি হবে ১০০টি দেশে

তাহলে নতুন চুক্তির কী হবে?

অস্থায়ী ভিত্তিতে আপাতত আসন্ন ইন্ডিয়ান সুপার লিগ মরসুমটা চালিয়ে নিলেও নতুন চুক্তির ক্ষেত্রে ফেডারেশনের সাথে কোন খাতে বইবে FSDL এর সম্পর্ক? আপাতত যা জানা যাচ্ছে, কল্যান চৌবের বর্তমান ফেডারেশন কমিটির ওপর একেবারেই আস্থা নেই FSDL কর্তাদের। ফলত, নতুন চুক্তি নিয়েও আপাতত কোনও সমাধান সূত্র খুঁজে পাচ্ছেনা সংস্থাটি।

তবে রিপোর্ট অনুযায়ী, খুব শীঘ্রই ফেডারেশনের নতুন সংবিধান নিয়ে রায় জানাতে পারে সুপ্রিম কোর্ট। আপাতত ভারতীয় ফুটবলের সব পক্ষই সেই দিকে তাকিয়ে। শীর্ষ আদালতের রায়ের পর ফেডারেশনের কার্যকর কমিটিতে সংবিধান পাশ হয়ে গেলে পরের মাসেই হবে নির্বাচন।

আসলে FSDL চাইছে, নির্বাচনের পর গঠিত নতুন কমিটির সাথেই চুক্তি নবীকরণ নিয়ে কথা বলতে। আর এখানেই ছোট্ট চাল দিয়েছে FSDL! সহজে বলতে গেলে, আপাতত অস্থায়ী ভিত্তিতে যদি এপ্রিল পর্যন্ত ইন্ডিয়ান সুপার লিগ টেনে দেওয়া যায় সেক্ষেত্রে নতুন কমিটির সাথে নবীন চুক্তি নিয়ে আলোচনার জায়গা পাবে ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড।

Leave a Comment