বিক্রম ব্যানার্জী, কলকাতা: পুজোয় খোলা থাকবে স্কুল! ছুটি বাতিল রাজ্যের স্কুল পড়ুয়া থেকে শুরু করে শিক্ষকদের! দুর্গাপুজোর সময় স্কুল খোলা রেখে কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত মিশনের অধীনে স্বচ্ছতা পাখওয়াড়া অভিযান চালাতে চাইছে রাজ্য! খানিকটা রসিকতার ছলে এমনটাই দাবি করছেন বাংলা পক্ষের প্রধান মুখ গর্গ চ্যাটার্জি।
গর্গ চট্টোপাধ্যায়ের পোস্ট ঘিরে তৈরি হয়েছে জল্পনা
প্রায়শই বাংলা ভাষার উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেখা গিয়েছে বাংলা পক্ষের প্রধান গর্গ চ্যাটার্জিকে। এবার তিনি মুখ খুললেন হুগলির জেলা শিক্ষা আধিকারিকের এক বিজ্ঞপ্তি নিয়ে।
মঙ্গলবার নিজের ফেসবুকে পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের হুগলি জেলার শিক্ষা আধিকারিকের বিজ্ঞপ্তি পোস্ট করে গর্গ প্রশ্ন করেছেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে দুর্গা পুজোর সময় পশ্চিমবঙ্গের স্কুল খোলা রেখে স্বচ্ছতা পাখওয়াড়া করার সিদ্ধান্তে সম্মতি জানালো রাজ্য সরকার?
এদিন কেন্দ্রের এমন স্বচ্ছতা অভিযানকে কার্যত রসিকতার ছলে দেখে বাংলা পক্ষের প্রধান ওই পোষ্টের ক্যাপশনে লেখেন, কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছে যে দুর্গা পুজোর সময় পশ্চিমবঙ্গে স্কুল খোলা রেখে স্বচ্ছতা পকোড়া করতে হবে আর পশ্চিমবঙ্গের সরকার সেটা মেনে নিল?
এদিন গর্গর ক্যাপশনে উঠে আসে, এবার আর শিক্ষক বা ছাত্র ছাত্রীরা দুর্গা পূজোতে ছুটি পাবে না। কারণ স্বচ্ছতা পকোড়া হবে স্কুলগুলোয়। 16 থেকে 30 সেপ্টেম্বর স্কুলে স্কুলে স্বচ্ছ ভাবে পকোড়া ভাজতে হবে। মানেটা কী? পুজোর ছুটি বাতিল করে স্বচ্ছতা পাকোড়া? যে আমলারা এটা করেছে তাদের প্রণাম। সবশেষে বাংলা পক্ষের তরফে গর্গ লেখেন, এই ঘটনা হাস্যকর। এমন নোটিফিকেশন দ্রুত চেঞ্জ করা হোক।
বলা বাহুল্য, গর্গর তরফে সমাজমাধ্যমে পোস্ট হওয়া ওই বিজ্ঞপ্তিতে চোখ রাখলে দেখা যাবে, হুগলি জেলার শিক্ষা আধিকারিকের তরফে জানানো হচ্ছে, স্বচ্ছতা পাখওয়াড়া অভিযান চালাতে আগামী 16 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত স্কুল খোলা রাখতে হবে। ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়, 16 তারিখ থেকে এই অভিযান শুরু হয়ে 30 সেপ্টেম্বর অর্থাৎ অষ্টমী পর্যন্ত চলবে।
অবশ্যই পড়ুন: অস্থায়ী ভিত্তিতে ফেডারেশনের সাথে চুক্তি বাড়াচ্ছে FSDL, অক্টোবরেই শুরু ISL!
কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছে যে দুর্গাপুজোর সময় পশ্চিমবঙ্গে কুল খোলা রেখে স্বচ্ছতা পকোড়া করতে হবে আর পশ্চিমবঙ্গের…
Posted by Garga Chatterjee on Tuesday, August 26, 2025
প্রসঙ্গত, গর্গর সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে এক অভিভাবক নিন্দার স্বরে বলেছেন, পুজোর সময় স্কুল বন্ধ করে এসব কী,? স্বচ্ছতা পকোড়া শেখানোর কোনও ইচ্ছা নেই! কেউ আবার রসিকতার ছলে লিখেছেন, একেই বলে বাঙালি প্রীতি। বলে রাখা দরকার, দুর্গা পুজোর সময় স্কুল কলেজ খোলা রেখে স্বচ্ছতা অভিযান চালানো হবে, এ সংক্রান্ত কোনও সিদ্ধান্ত জানায়নি রাজ্য সরকার। বদলে, অনেকেই বলছেন এ বছর পুজো উপলক্ষ্যে স্কুল-কলেজগুলিতে ছুটির মেয়াদ বাড়াতে পারে সরকার!