সৌভিক মুখার্জী, কলকাতা: দেশ-বিদেশ, রাজ্যে-রাজনীতি, প্রযুক্তির জগৎ কিংবা বিনোদন, আজ অর্থাৎ ২৬ আগস্ট কোথায় কী ঘটল? আমরা India Hood-এর তরফ থেকে নিয়ে এসেছি আজকের সেরা দশ খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছু। দীঘার জগন্নাথ ঘাট ভাঙন, বৈষ্ণোদেবী যাত্রায় ধ্বসে মৃত্যু, ঈশিতার খুনির আসল পরিচয়, সবই রয়েছে আজকের প্রতিবেদনে। চলুন একে একে দেখে নেওয়া যাক।
১০) ৪ মাসেই ঢেউয়ের জোরে ভাঙল দীঘার জগন্নাথ ঘাট
দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের মাত্র চার মাসের মধ্যেই ভাঙচুরের চিত্র ভাইরাল। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, উত্তাল সমুদ্রের ঢেউয়ে ঘাটে বসানো টাইলস খুলে গিয়ে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওই ভিডিও দেখে নেটিজেনদের একাংশ দাবি করছে, যে কোনোরকম আর্থিক কারচুপি ঘটেছে। অনেকে বলছে, এখানে সরকারের গাফিলতি রয়েছে।আবার কেউ কেউ মন্তব্য করছে, সমুদ্রের ধারে কংক্রিট ছাড়া কিছুই টিকে থাকে না, তাই এই অবস্থা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) বৈষ্ণোদেবীর যাত্রাপথে পাহাড় ধ্বসে মৃত ৫, আহত ১৪
জম্মু-কাশ্মীরের বৈষ্ণোদেবীর যাত্রাপথে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। হ্যাঁ, পাহাড় ধ্বসে অন্তত পাঁচজন পূর্ণার্থীর মৃত্যু হয়েছে এবং প্রায় ১৪ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরবেলা অর্ধকুয়ারির কাছে ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের নিকটে বিরাট ধ্বস নেমেছে। ফলে বড় বড় পাথরের আঘাতে যাত্রীরা চাপা পড়ে নিহত হয়। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আর বাকিদের নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়। আপাতত মন্দির কর্তৃপক্ষ পরিষেবা স্থগিত করছে। টানা বৃষ্টিতে রাজ্যে একাধিক জায়গায় ধ্বস এবং হড়পা বানের মতো ঘটনাও ঘটেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) আধার কার্ড না থাকলেও মিলবে রেশন
পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তর জানিয়েছে, আধার কার্ড না থাকলেও কোনো বৈধ রেশন কার্ডধারীকে খাদ্য সাথী প্রকল্প থেকে বঞ্চিত করা যাবে না। সম্প্রতি প্রধান সচিব পারভেজ আহমেদ সিদ্দিকীর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩১ আগস্টের মধ্যে প্রতিটি জেলা শাসককে স্পষ্ট জানাতে হবে যে, কতজন এখনো আধার কার্ডের অভাবে রেশন পাচ্ছে না এবং তাদের বিরুদ্ধে ঠিক কি পদক্ষেপ নেওয়া হয়েছে। উল্লেখ্য, বর্তমানে রাজ্যে প্রায় ৮.৯ কোটি গ্রাহকের মধ্যে ৯৮% ই-কেওয়াইসি সম্পন্ন করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) এক দশক পর ঠিকা প্রজা সার্টিফিকেট দেওয়া শুরু করল কলকাতা পুরসভা
দীর্ঘ ১১ বছর পর কলকাতা পুরসভা আবারো ঠিকা প্রজা সার্টিফিকেট বিতরণ শুরু করেছে। সম্প্রতি মেয়াদ ফিরাদ হাকিম ২৭ জন আবেদনকারীর হাতে এই শংসাপত্র তুলে দিয়েছেন। ২০১৪ সালের নভেম্বর মাস থেকে এই পরিষেবা বন্ধ হলে নাগরিকরা সরকারি সুবিধা এবং পুরসভার রাজস্ব, দুইদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। আবেদনকারীদের নির্দিষ্ট ফর্ম পূরণ করে এবার প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে। সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে এই সার্টিফিকেট দেওয়া হবে। বর্তমানে ১ থেকে ১০০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এই সুবিধা পাবে বলে জানানো হয়েছে কলকাতা পুরসভার তরফ থেকে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) SSC মামলায় বড় রায় সুপ্রিম কোর্টের
২০১৬ সালের এসএসসি নিয়োগ দুর্নীতিতে অযোগ্য চাকরিপ্রার্থীদের তালিকায় নাম ওঠায় নিজেকে যোগ্য প্রমাণ করতে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন সোনালী দাস। তিনি দাবি করছেন, পরীক্ষায় সফল হলেও ভুলবশত দাগি তালিকায় নাম চলে এসেছে। ফলে নতুন নিয়োগ পরীক্ষায় সে বসতে পারছে না। তবে সুপ্রিম কোর্ট তাঁর মামলা খারিজ করে জানিয়েছে, চূড়ান্ত রায় হাইকোর্ট দেবে। আদালত প্রশ্ন তুলেছে, মামলা এতদিন ঝুলে রয়েছে কেন এবং দ্রুত শুনানির নির্দেশ দিয়েছে হাইকোর্টকে। শীর্ষ আদালতের স্পষ্ট বার্তা যে দাগি অযোগ্য নয় বরং প্রমাণ দিতে পারলে হাইকোর্ট বিবেচনা করবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) মুখ্যমন্ত্রীর সফরের আগেই সাসপেন্ড বর্ধমানের ASI
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্ধমান সফরের আগেই বিরাট পদক্ষেপ নিয়েছে জেলা পুলিশ। সোমবার সন্ধ্যাবেলা সভাস্থল কভার করতে গিয়ে এক চিত্র সাংবাদিককে ছবি তুলতে বাধা দিয়েছিল এএসআই দেবাশীষ কুমার। ঘটনাটির ভিডিও ভাইরাল হতেই সাংবাদিক মহলে ছড়িয়ে পড়ে জোড় চর্চা। বিতর্ক এড়াতে মঙ্গলবার সকালবেলা তাকে সাসপেন্ড করে পুলিশ লাইন ক্লোজ করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আজ বর্ধমান মিউনিসিপাল বয়েজ হাইস্কুল মাঠ থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন করেছেন এবং পাট্টা বিলির পাশাপাশি প্রশাসনিক বৈঠকেও যোগ দেবেন বলে খবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) ৫ মাস পায়ে ব্যান্ডেজ নিয়ে শয্যাশায়ী পার্থ চট্টোপাধ্যায়
নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রায় পাঁচ মাস ধরে ইএম বাইপাস সংলগ্ন বেসরকারি হাসপাতালে শয্যাশায়ী অবস্থায় রয়েছেন। ডায়াবেটিসজনিত জটিলতার কারণে তাঁর দুই পায়ে গুরুতর ক্ষত এবং ফোলাভাব হয়েছে। পাশাপাশি হাঁটু হাটো পর্যন্ত ব্যান্ডেজে ঢাকতে হয়েছে। রক্ত জমাট বাঁধা এবং চামড়া খসে পড়ার কারণে তিনি এপাশ-ওপাশ করতে পারছেন না। হুইলচেয়ারের সাহায্য নিয়েই তাঁর চলতে হচ্ছে। হৃদযন্ত্র এবং কিডনিরও সমস্যা দেখা যাচ্ছে। মাঝে মাঝে অক্সিজেন পর্যন্ত লাগছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) আমেরিকার পাল্টা শুল্ক এড়াতে বিরাট ফাঁদ ভারতের
১ আগস্ট থেকে আমেরিকা ভারতের রপ্তানি পণ্যের উপর অতিরিক্ত ৫০% শুল্ক চাপিয়েছে, যা আগামী কাল থেকে কার্যকর হচ্ছে। রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসেবেই মূলত এই সিদ্ধান্ত। টেক্সটাইল থেকে শুরু করে গয়না, চামড়া, মৎস্যপণ্য, কেমিক্যাল বা গাড়ির যন্ত্রাংশে বিরাট আঘাত পড়তে পারে এই শুল্কে। ভারতের আমেরিকায় বার্ষিক ৮৭ বিলিয়ন ডলার রপ্তানি হয়, যা জিডিপির প্রায় ২.৫%। বিশেষজ্ঞরা মনে করছে, পাল্টা হিসেবে ভারত বিকল্প বাজার খোঁজা, মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপ, রাশিয়া সহ অন্যান্য দেশে বাণিজ্যে জোরদার এবং দেশীয় শিল্পে প্রনোদনা করতে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) সামনে এল কৃষ্ণনগরের ঈশিতার খুনি দেবরাজের আসল পরিচয়
কৃষ্ণনগরের মানিকপাড়ায় কলেজ ছাত্রী ঈশিতা মল্লিককে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে খুন করেছে তাঁর প্রেমিক দেবরাজ সিং। দেবরাজ উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা। তাঁর বাবা বর্তমানে NDRF কর্মী। দীর্ঘদিন বীজপুরে ভাড়া থাকত ওই পরিবার। স্কুল জীবনে ঈশিতার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে কলেজে ভর্তি হওয়ার পর সেই সম্পর্ক ভেঙে যায়। সিদ্ধান্ত মেনে নিতে না পেরে প্রতিশোধের আগুনে প্রেমিকাকে খুন করে সে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে দেশরাজ নামেই চিনত। সম্প্রতি তাঁর পরিবারও অদৃশ্য। পুলিশ তদন্ত চালাচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মমতার
পূর্ব বর্ধমানের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে এবার বিরাট ঘোষণা করলেন। বর্তমানে ২ কোটির বেশি মহিলা প্রতি মাসে ১০০০ এবং ১২০০ টাকা করে ভাতা পাচ্ছেন। তবে এবার আরো ৭২ হাজার মহিলা এই প্রকল্পের সুবিধা পাবে। বিজেপির ৩০০০ টাকার প্রতিশ্রুতির পাল্টা হিসেবেই এই ঘোষণা। এছাড়া তিনি ১৫টি আদিবাসী কমিউনিটি সেন্টার, ৪৯টি বাস স্ট্যান্ড, শিল্প সেতু, নতুন রাস্তা, দুর্গাপুরে কমিউনিটি সেন্টার এবং স্বাস্থ্য প্রকল্পের কথা জানিয়েছেন। আর অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের দ্রুত বাড়ি নির্মাণের আশ্বাস দিয়েছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন