Dream11 এর দিন শেষ, ভারতীয় দলের স্পনসর হতে পারে প্রধানমন্ত্রীর বাহন সংস্থা

BCCI New Sponsor Toyota Motors is interested in team India sponsorship

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সংসদের উভয় কক্ষে পাস হয়ে গিয়েছে অনলাইন গেমিং বিল। সেই মতোই এবার প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল 2025-কে সামনে রেখে পুরনো স্পনসর সংস্থা Dream11-র সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।আর এরপরই প্রশ্ন উঠছে এশিয়া কাপের মঞ্চে তাহলে কি লোগোহীন জার্সি গায়েই মাঠে নামবেন সূর্য কুমার যাদব, শুভমন গিলরা? BCCI-এর নতুন স্পনসর কে হবে? বাড়ছে জল্পনা।

ভবিষ্যতে ড্রিম ইলেভেনের মতো সংস্থার সাথে চুক্তি নয়

কেন্দ্রের অনলাইন মানি গেমিং বিল ইতিমধ্যেই আইনে পরিণত হয়েছে। ওই বিল অনুযায়ী, এবার থেকে আর কোনও ব্যক্তি টাকার বিনিময়ে অনলাইন গেমিং পরিচালনা কিংবা কাউকে এই ধরনের গেম খেলার জন্য প্ররোচিত করতে পারবেন না।

কেন্দ্রের সেই বিলের প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্প্রতি ড্রিম ইলেভেনের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া স্পষ্ট জানিয়েছেন, বিলটি যেহেতু আইনে পরিণত হয়েছে, তাই সমস্ত দিক মাথায় রেখে ড্রিম ইলেভেনের সাথে সম্পর্ক ছিন্ন করল BCCI। শুধু তাই নয়, এদিন সাইকিয়া বলেন, ভবিষ্যতে এমন ধরনের কোনও প্রতিষ্ঠানের সাথে যুক্ত হবে না ভারতীয় ক্রিকেট বোর্ড!

কে হবে BCCI এর নতুন স্পনসর?

ভারতীয় ক্রিকেট বোর্ডের জন্য স্পনসর খোঁজাটা একেবারেই কঠিন কাজ নয়। কারণ, বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের সাথে গাঁটছড়া বাঁধতে ইচ্ছুক বহু সংস্থা। তবে এসবের মাঝেই বারবার উঠে আসছে একটি নির্দিষ্ট সংস্থার নাম। ওয়ান ক্রিকেটের রিপোর্ট বলছে, জাপানি বহুজাতিক মোটরগাড়ি প্রস্তুতকারক সংস্থা টয়োটা মোটরস যার বাজার মূল্য 260 বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় 22797203000000000 টাকা, এবার এই সংস্থাই ভারতের মহিলা এবং পুরুষ দলের স্পনসর হতে ইচ্ছা প্রকাশ করেছে।

অনেকেই মনে করছেন, বিশ্বের অতি পরিচিত এই সংস্থাটিকে হয়তো পছন্দের তালিকায় জায়গা দেবে বোর্ড। বলা বাহুল্য, ইতিমধ্যেই টয়োটার সাথে চুক্তি রয়েছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের। গত বছরই টয়োটা ইংল্যান্ডের প্রধান জার্সির স্পনসর হিসেবে আত্মপ্রকাশ করেছে।

অনেকেই হয়তো জানেন, জাপানি গাড়ি প্রস্তুতকারক সংস্থা টয়োটার ল্যান্ড ক্রুজার বা ফর্চুনার চড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর বিরাট কনভয়ে শুধু ল্যান্ড ক্রুজার এবং ফর্চুনার মিলিয়েই টয়োটার 10-12টি গাড়ি লক্ষ্য করা যায়। তাছাড়াও ভারতের বহু সেলিব্রেটি থেকে শুরু করে রাজনীতিক এই সংস্থার গাড়ি ব্যবহার করেন।

অবশ্যই পড়ুন: ভারত না পাকিস্তান, এশিয়া কাপে কে বেশি জিতেছে? রইল দু’দলের হেড টু হেড পরিসংখ্যান

উল্লেখ্য, একাধিক রিপোর্ট অনুযায়ী, টয়োটার পাশাপাশি আরেক পরিচিত ফিনটেক সংস্থাও নাকি ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে চুক্তিতে যেতে আগ্রহী। তবে ক্রিকেট মহলের একাংশের মতে, এশিয়া কাপ শুরুর আগে যদি স্পনসর বেছে নিয়ে বোর্ড চুক্তি সম্পন্ন করতে না পারে, সেক্ষেত্রে আসন্ন টুর্নামেন্টিতে লগোহীন জার্সি নিয়েই খেলতে হবে টিম ইন্ডিয়াকে।

Leave a Comment