বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত বছর সকলকে চমকে দিয়ে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নেন ভারতীয় দলের বহু যুদ্ধ জয়য়ের কারিগর রবিচন্দ্রন অশ্বিন। এবার ছাড়লেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চও। বুধবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, IPL থেকে অবসরের কথা জানালেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার। অবসরের পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ড এবং IPL কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানিয়েছেন অশ্বিন।
চেন্নাইয়ের হয়ে খেলেই বিদায় নিলেন অশ্বিন
শেষবারের মতো গত মরসুমে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। অবশেষে সেই দলের জার্সি তুলে রেখেই বুধবার গণেশ চতুর্থীর বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় অবসরের সিদ্ধান্ত ভাগ করে নিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।
সমাজ মাধ্যমে অবসরের সিদ্ধান্ত জানাতে গিয়ে অশ্বিন লিখেছেন, আজ এক বিশেষ দিন। এই বিশেষ দিনে একটা বিশেষ যাত্রা শুরু করা যাক। সবাই বলে, প্রত্যেক শেষের একটা শুরু থাকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ক্রিকেটার হিসেবে আমার সময় এখানেই শেষ হচ্ছে। তবে বিভিন্ন লিগে আমার অভিযান আজ থেকে শুরু হল।
এরপরই প্রাক্তন ভারতীয় তারকা লেখেন, আমি যেসব ফ্রাইঞ্চাইজিতে খেলেছি, তাদের সাথে আমার স্মৃতি দারুণ। সকলকে ধন্যবাদ জানাই। সর্বোপরি IPL কর্তৃপক্ষ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ। তারা আমাকে এতদিন যা দিয়েছে তার জন্য আমি সত্যিই উপকৃত। সবশেষে চেন্নাইয়ের প্রাক্তন তারকা লেখেন, এবার লক্ষ্য সামনের দিকে রেখে আগামীতে যা রয়েছে সেটা উপভোগ করে যেতে চাই। ।
অবশ্যই পড়ুন: Dream11 এর দিন শেষ, ভারতীয় দলের স্পনসর হতে পারে প্রধানমন্ত্রীর বাহন সংস্থা
Special day and hence a special beginning.
They say every ending will have a new start, my time as an IPL cricketer comes to a close today, but my time as an explorer of the game around various leagues begins today🤓.
Would like to thank all the franchisees for all the…
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) August 27, 2025
উল্লেখ্য, 2008 সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পা রাখেন রবিচন্দ্রন অশ্বিন। তামিলনাড়ু তার ঘরের মাটি তাই চেন্নাই দলের হয়েই IPL এ হাতেখড়ি দিয়েছিলেন তিনি। তবে চেন্নাই ছাড়াও রাইজিং পুনে সুপার জায়ান্টস, কিংস ইলেভেন পাঞ্জাব, দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালস দলেও খেলেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন সৈনিক।
বিগত মরসুমগুলি খুব একটা ভাল যায়নি আশ্বিনের। গত সিজনে চেন্নাইয়ের হয়ে 9 ম্যাচে 7 উইকেট পেয়েছিলেন তিনি। তবে মনে করা হয়েছিল হয়তো এবার চেন্নাই ছেড়ে অন্য কোনও দলে যোগ দেবেন, কিন্তু তার আগেই গণেশ চতুর্থীর শুভ দিনে সকলকে ফের চমকে দিয়ে IPL থেকে হাত গুটিয়ে নিলেন অশ্বিন।