ভারতের প্রধানমন্ত্রী একজন অসাধারণ মানুষ! হঠাৎ মোদির প্রশংসা ট্রাম্পের, হল টা কী?

Donald Trump On Narendra Modi New Statement

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের উপর চাপানো ডোনাল্ড ট্রাম্পের মোট 50 শতাংশ শুল্ক আজ থেকেই কার্যকর হয়ে গিয়েছে। তবে এর আগে অর্থাৎ গতকাল ক্যাবিনেটে কথা বলার সময় ফের ভারত-পাকিস্তান সংঘাতে নিজের কৃতিত্ব নিয়ে বড়সড় দাবি করলেন আমেরিকান প্রেসিডেন্ট। শুধু তাই নয়, এদিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অত্যন্ত দুর্দান্ত মানুষ বলে আখ্যা দেন ট্রাম্প। কিন্তু হঠাৎ কী হল মার্কিন শাসকের?

ট্রাম্পের বক্তব্য

মঙ্গলবার, ক্যাবিনেটে বক্তব্য রাখার সময়, আমেরিকান প্রেসিডেন্ট বলেন, ভারত-পাকিস্তান সংঘাত বড় আকার নিতে পারত, পারমাণবিক যুদ্ধে পরিণত হতে পারত। তাদের পারস্পরিক সংঘর্ষে 7টা যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। হয়তো এর থেকেও বেশি ক্ষতি হয়েছে। তারা ক্ষয়ক্ষতির নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি। ট্রাম্পের কথায়, এটা একেবারেই ঠিক ছিল না।

অবশ্যই পড়ুন: ভারত না পাকিস্তান, এশিয়া কাপে কে বেশি জিতেছে? রইল দু’দলের হেড টু হেড পরিসংখ্যান

সংবাদ সংস্থা ANI এর একটি ভিডিওতে হোয়াইট হাউসে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেথের সাথে বসে থাকতে দেখা গিয়েছিল ট্রাম্পকে। ঠিক এই সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমি একজন অসাধারণ ব্যক্তির সাথে কথা বলছিলাম.. ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমি জিজ্ঞাসা করেছিলাম পাকিস্তানের সাথে আপনার কী চলছে?

এরপরই ট্রাম্প জানান, আমি পাকিস্তানের সাথে বাণিজ্য নিয়েও কথা বলেছিলাম। আমি জানতে চেয়েছিলাম আপনাদের ও ভারতের মধ্যে কী চলছে? আমেরিকান প্রেসিডেন্টের বক্তব্য, ভারত এবং পাকিস্তানের একে অপরের প্রতি অসম্ভব ঘৃণা ছিল। বহুবার বিভিন্ন নামে তা প্রকাশ্যে এসেছে।

ট্রাম্প নাকি বলেছিলেন, আমি কোনও বাণিজ্যিক চুক্তি করব না। এরপর নাকি খুব সম্ভবত পাকিস্তান জানায়, না না, আমরা চুক্তিতে যেতে চাই। সবশেষে ট্রাম্প নাকি বলেছিলেন, আমি বাণিজ্য চুক্তি করব না। আপনারা পারমাণবিক যুদ্ধে জড়াতে চলেছেন। মার্কিন প্রেসিডেন্ট এর বড় দাবি, তাদের মধ্যে বড়সড় যুদ্ধ হতে পারত। তবে সেটা আটকানো গিয়েছে। আগামী দিনে এই যুদ্ধ হলে, আমেরিকা তা আটকাবে।

Leave a Comment