“যারা খরচের হিসেব দেয়নি, তারা পাবে না টাকা!” পুজো অনুদান মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

Durga Puja Grant

প্রীতি পোদ্দার, কলকাতা: পুজোর বাকি আর মাত্র ১ মাস। তাই এখন থেকেই রোদ ঝড় জল বৃষ্টি উপেক্ষা করেই শুরু হয়ে গিয়েছে মণ্ডপ প্রস্তুতির কাজ। এমতাবস্থায় দুর্গা পুজোর অনুদান মামলাকে কেন্দ্র করে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। স্পষ্ট করে জানিয়ে দেওয়া হল যে ইউটিলাইজেশন সার্টিফিকেট না-দিলে দুর্গা পুজোর অনুদান সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। আর তাতেই মাথায় চিন্তার হাত পড়ল কমিটিগুলোর।

অনুদান বন্ধের নির্দেশ আদালতের

আনন্দবাজারের রিপোর্ট অনুযায়ী, আজ অর্থাৎ বুধবার, ২৭ আগস্ট, কলকাতা হাইকোর্টে বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে ওঠে পুজোর অনুদান সংক্রান্ত মামলা। সেখানে রাজ্য জানায়, ৪১ হাজার ৭৯৫টি পুজো কমিটি অনুদান নিয়েছে। তার মধ্যে ৪১ হাজার ৭৯২টি কমিটিই খরচের হিসেব দিয়েছে। বাকি তিনটি ক্লাব যারা কোনও হিসেব দেয়নি তারা শিলিগুড়ির। এরপরই আদালতের তরফে স্পষ্ট জানানো হয় যেসব পুজো কমিটি গত বছরের খরচের হিসেব দেয়নি, তারা এবছর রাজ্য সরকারের দেওয়া দুর্গা পুজোর অনুদান পাবে না। পাশাপাশি হাইকোর্টের নির্দেশ, চলতি বছরে বিজয়া দশমীর একমাস পরে সমস্ত ক্লাবকে তাদের অনুদানের টাকা খরচের ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে হবে রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশের সিপির কাছে। দুর্গাপুজার ছুটির একমাস পর এই মামলার ফের শুনানি হবে ।

ঘটনাটি কী?

উল্লেখ্য, সৌরভ দত্ত নামে এক ব্যক্তি কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। সেখানে মামলাকারীর অভিযোগ ছিল যে, কলকাতা হাইকোর্ট একাধিকবার নির্দেশ দেওয়া সত্ত্বেও রাজ্য সরকারের কাছে ক্লাবগুলি দুর্গাপুজোর অনুদানের অনেক হিসাব দেওয়া হয়নি৷ অথচ বছর-বছর অনুদানের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতে গত সোমবার বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চে মামলা উঠলে রাজ্যের অবস্থান জানতে চেয়েছিল কলকাতা হাইকোর্ট। জানতে চাওয়া হয়, কত পুজো কমিটি অনুদান পায়, কতগুলি পুজো কমিটি খরচের হিসেব দেয় বা দেয়নি। পাশাপাশি খরচের হিসেব না দেওয়া কমিটিগুলিকে রাজ্য আবার কেন অনুদান দিচ্ছে সেই প্রশ্নও করেছিল আদালত। আর তাতেই এই চরম সিদ্ধান্ত নিল আদালত।

আরও পড়ুন: কীভাবে গুলি করেছিল দেশরাজ, কটাই বা লেগেছে? প্রকাশ্যে ঈশিতার ময়নাতদন্তের রিপোর্ট

প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে রাজ্যের পুজো কমিটিগুলোকে আর্থিক অনুদান দেওয়া শুরু করে রাজ্য সরকার। প্রথম বছর ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া শুরু করেছিল মমতা সরকার। ২০১৯ সালে সেটাকে একধাক্কায় বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়। এর পরে সেই অনুদানের পরিমাণ প্রতি বছরেই বাড়তে থাকে। চলতি বছর অর্থাৎ ২০২৫-এ পুজোর কারণে কমিটিগুলোকে অনুদানের পরিমাণ বাড়িয়ে ১ লক্ষ ১০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কিন্তু তার আগে হাইকোর্টের এই নির্দেশ নিয়ে বিপাকে পড়ল পুজো কমিটিগুলি।

Leave a Comment