প্রীতি পোদ্দার, কলকাতা: সকাল সকাল পেট্রোল পাম্পে ঘটে গেল এক সাংঘাতিক ঘটনা! পেট্রোল পাম্পে তেল ভরাতে এসে হঠাৎ করে বাইকে আগুন লেগে যায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হুগলীর চণ্ডীতলায়। শেষমেশ পাম্পের কর্মী ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন সকলে। প্রাণ বাঁচল বাইক চালক ও তাঁর ছেলের।
ঘটনাটি কী?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ মঙ্গলবার সকাল ১০:৩০ নাগাদ ঘটনাটি ঘটেছে হুগলির চণ্ডীতলার একটি পেট্রোল পাম্পে। জানা গিয়েছে, এদিন বাইক চালক আনন্দ গরামি তাঁর ছেলেকে নিয়ে বেরিয়েছিলেন একটা দরকারি কাজে। বাইকে পেট্রোল কম থাকায় চণ্ডীতলার পেট্রোল পাম্পে গিয়েছিলেন। কিন্তু সেখান থেকে পেট্রোল ভরে বেরোতেই ঘটে যায় এক বড় বিপত্তি। পেট্রোল পাম্পের গেটের সামনে যেতেই দাউদাউ করে বাইকে জ্বলে উঠলো আগুন। নিমেষেই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। যা দেখে হতভম্ব সকলে। এদিকে গত সোমবারই আনন্দ গরামির বাবা মারা গেছেন। তার মধ্যে এই দুর্ঘটনায় আতঙ্কিত সেও।
অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাইক চালক
বাইকে আগুন লাগার ঘটনাকে ঘিরে বাইক চালক আনন্দ গরামি জানান যে, “ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম। বাইকের তেলের ট্যাংকের উপরে বসেছিল ছেলে। পেট্রোল পাম্প থেকে তেল ভরে বেরোনোর সময় ছেলে হঠাৎ বলে, তার পায়ে খুব গরম লাগছে। দেখি, গাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নীচে নামি, ছেলেকে নামাই। নামাতে-না-নামাতেই দাউ দাউ করে জ্বলতে শুরু করল বাইকটি। নিমেষের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল পালসার বাইক।” আগুন নেভানোর জন্য তড়িঘড়ি পেট্রোল পাম্পের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে তার আগেই বাইকটি সম্পূর্ণ পুড়ে যায়। জানা যায় এই বাইকটি আদলে তাঁর দাদার।
আরও পড়ুন: “যারা খরচের হিসেব দেয়নি, তারা পাবে না টাকা!” পুজো অনুদান মামলায় বড় নির্দেশ হাইকোর্টের
প্রসঙ্গত, গতকাল অর্থাৎ মঙ্গলবারই বিকেলে একই ঘটনা ঘটতে দেখা যায় উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দোলুয়া এলাকার একটি পেট্রোল পাম্পে। জানা গিয়েছে, এদিন বিকালে এক ব্যক্তি তাঁর বাইকে তেল ভরানোর জন্য পেট্রোল পাম্পে আসেন। এমন সময় হঠাৎ বাইকের ইঞ্জিনে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে বাইক। কোনো রকমে ভয়ংকর দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছেন বাইক চালক।