ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা পাবেন শ্রেয়স আইয়ার, হবেন অধিনায়কও! বলে দিলেন তিনি

Shreyas Iyer comeback to India T20 team he will be team India captain greenstone lobo

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত চ্যাম্পিয়নস ট্রফিতে তিনি ছিলেন ভারতের সাইলেন্ট হিরো। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 2025 মরসুমেও তাঁর হাত ধরেই দীর্ঘ খড়া কাটিয়ে ফাইনালের মঞ্চে পা রেখেছিল পাঞ্জাব কিংস। সাম্প্রতিককালে ভারতীয় তারকার ফর্ম চোখে লাগার মতো। এহেন একজন ক্রিকেটারকে কিনা এশিয়া কাপের দল থেকে বাদ দেওয়া হল।

বেশ কয়েকদিন ধরেই শ্রেয়স আইয়ারের এশিয়া কাপের ভারতীয় দল থেকে বাদ পড়া নিয়ে এমন বক্তব্যই শুনতে পাওয়া যাচ্ছে সমর্থকদের গলায়। এহেন আবহে, ভারতীয় তারকাকে নিয়ে বড় দাবি করলেন বিখ্যাত জ্যোতিষী গ্রিনস্টোন লোবো। তাঁর বক্তব্য, শ্রেয়স শুধুই টি-টোয়েন্টি দলে ফিরবেন না, বরং 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং 2027 ওয়ানডে বিশ্বকাপেও খেলবে। পাশাপাশি ভারতের যেকোনও একটি ফরম্যাটের অধিনায়কও হবেন তিনি।

আইয়ারকে নিয়ে বড় ভবিষ্যদ্বানী লোবোর

টাইমস অফ ইন্ডিয়ার সাথে কথা বলার সময়, নামজাদা জ্যোতিষী গ্রিনস্টোন লোবো বলেন, শ্রেয়স আইয়ারের জন্ম হয়েছে 1994 সালে। তার রাশিফলের প্লুটো উচ্চ অবস্থানে রয়েছে। নেপচুনও ভাল অবস্থানে আছে ওর। এছাড়াও প্লানেট এক্স, প্ল্যানেট জেড এবং কাইরন গ্রহগুলিও শক্তিশালী অবস্থানে রয়েছে।

ওই জ্যোতিষী বলেন, ভারতীয় তারকার রাশিফল এতটাই শক্তিশালী যে, তিনি কেবল ভারতীয় দলে ফিরবেন না, বরং একটি ফরম্যাটে অধিনায়কও হতে পারেন। লোবোর কথায়, আইয়ারের কাছে এত ক্ষমতা রয়েছে যে, তিনি ভারতকে একটি বড় টুর্নামেন্টে এমনকি হয়তো বিশ্বকাপেও জিতিয়ে দিতে পারেন। সবশেষে ওই জ্যোতিষীর বক্তব্য ছিল, ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকদের আইয়ারের প্রতিভাকে উপেক্ষা করা উচিত হবে না। তাঁর মতে, আইয়ার খুব শীঘ্রই টি-টোয়েন্টি দলের ফিরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

আইয়ারকে উপেক্ষা করলে ভারতীয় দলের ক্ষতিই হবে!

আইয়ারের ভবিষ্যৎ প্রসঙ্গে কথা বলার পাশাপাশি লোবো এদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের উদ্দেশ্যে নাম না করে বড় সতর্কবার্তা দিয়েছিলেন। তাঁর দাবি ছিল, যদি ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকরা আইয়ারকে অপেক্ষা করেন, তবে তা ভারতীয় দলের জন্যই ক্ষতি। লোবো বলেছেন, 2027 সালটা ভারতীয় তারকার রাশির জন্য অত্যন্ত শুভ। এই সময়ে আইয়ারের রাশি অত্যন্ত শক্তিশালী অবস্থানে থাকবে।

অবশ্যই পড়ুন: ক্যানসারে আক্রান্ত অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক

উল্লেখ্য, গত 19 আগস্ট, এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে BCCI। সেই 15 সদস্যের স্কোয়াডে আইয়ার ছাড়াও জায়গা পাননি, কে এল রাহুল, ওয়াশিংটন সুন্দর, যশস্বী জয়সওয়ালরা। যদিও যশস্বীকে আসন্ন টুর্নামেন্টের জন্য রিজার্ভ দলে রেখেছে বোর্ড। স্ট্যান্ডবাই তালিকায় রয়েছেন, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, প্রসিদ্ধ কৃষ্ণারাও।

Leave a Comment