সহেলি মিত্র, কলকাতা: সন্তান হারানোর শোক কাকে বলে সেটা একমাত্র মা এবং তার পরিবারেই জানে। সে সেলিব্রিটি হোক কিংবা সাধারণ মানুষ এরকম ঘটনা কারো সঙ্গে ঘটুক সেটা মোটেও কাম্য নয়। সম্প্রতি সন্তান হারানোর শোক কাকে বলে? তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সোহিনী গাঙ্গুলি (Sonali Ganguly)। সম্প্রতি সন্তানকে হারিয়ে শোকের সাগরে ডুবে রয়েছেন তিনি। ডাক্তারি গাফিলতি নাকি অন্য কোনও কারণে তাঁর কোল খালি হয়ে গিয়েছে, সেই নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় চুল চেরা বিশ্লেষণ চলছে। অবশেষে এই ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন সোহিনী গাঙ্গুলি নিজে।
মুখ খুললেন সোহিনী
প্রসবের আগেই মারা গিয়েছে তাঁর সন্তান। ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গিয়েছে। অন্তঃসত্ত্বাকালীন অবস্থায় প্রেগন্যান্সির প্রতিটি মুহূর্ত আনন্দের সঙ্গে উদযাপন করেছেন সোহিনী। মেটারনিটি শুট থেকে সাধভক্ষণের স্মরণীয় মুহূর্তগুলো প্রত্যেকের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন সোহিনী। তবে এখন তাঁর কোলশূন্য। পরিবারের অভিযোগ, চিকিৎসকের গাফিলতিতে সন্তান ভূমিষ্ঠ হতে পারেনি। যাইহোক, অবশেষে ফেসবুক বার্তায় আজ মঙ্গলবার বড় বার্তা দিলেন তিনি।
আরও পড়ুনঃ ‘বেশি কাজকর্ম, ঝাঁপাঝাঁপি!’ চিকিৎসকের জন্য কোলশূন্য সোহিনী গাঙ্গুলির? জবাব দিলেন ডাক্তার
সোহিনী লেখেন, ‘২২শে অগস্ট আমাদের জীবনে যে বিপর্যয় নেমে এসেছে, তাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া জুড়ে যা চলছে, তা আমাদের কল্পনার অতীত। আমরা বিভিন্ন মানুষের জল্পনার এবং সেই সংক্রান্ত আলোচনায় বিধ্বস্ত। এই বিষয়ে নানান ভিডিয়ো, পোস্ট, ডাক্তারবাবুর ভিডিয়োটি ও তার কমেন্ট সেকশন আমাদের দুজনকে এই শোকের সময়ে দুর্বলতর করে তুলছে। আমরা আমাদের পক্ষ থেকে কোনো অফিসিয়াল বা আনঅফিসিয়াল বক্তব্য রাখিনি। এই পাঁচ দিনে আমাদের পক্ষে তা ভাবার পরিসরই ছিল না। আমরা চাইনি এখনই এই বিষয়কে কেন্দ্র করে কোনো কথা হোক যা আমাদের মানসিক অবস্থাকে আরো বিঘ্নিত করে। আমরা নিশ্চয়ই আমাদের সঙ্গে হওয়া সমস্ত ঘটনার বিবরণ আপনাদের সামনে রাখব, সাক্ষ্য, প্রমাণ নিয়েই দাঁড়াবো আপনাদের সামনে। কিন্তু এই মুহুর্তে আমরা মানসিক ও শারীরিক ভাবে অসমর্থ আপনাদের প্রশ্ন ,ট্রোল, লড়াই এগুলোর উত্তর দিতে। ‘
বিশেষ আর্জি সোহিনীর
সামাজিক মাধ্যম ব্যবহাকারীদের কাছে সোহিনীর আর্জি, ‘আপনারা অনুগ্রহ করে আমাদের সময় দিন ; সন্তান হারানোর যন্ত্রণাটুকু আমাদের পরিবারকে সামলে উঠবার সুযোগ দিন। এই শোকের সময়ে এইটুকু সহমর্মীতা ও সাহায্যের আশা করছি আপনাদের থেকে। আশা রাখি, এই শোকবার্তা আমাদের জীবনে ঘটে যাওয়া অকল্পনীয় , আকস্মিক বিপদের সময়টুকুতে আপনাদের বিরত রাখবে এই সংক্রান্ত পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতে।’