Top 10: দুর্গাপূজার অনুদান নিয়ে হাইকোর্ট, মন্ত্রী-বিধায়কের ১ কিমি দৌড়, পাম্পে বাইকে আগুন! আজকের সেরা ১০ খবর

india hood top 10

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশ-বিদেশ, রাজ্যে-রাজনীতি, প্রযুক্তির জগৎ কিংবা বিনোদন, আজ অর্থাৎ ২৭ আগস্ট কোথায় কী ঘটল? আমরা India Hood-এর তরফ থেকে নিয়ে এসেছি আজকের সেরা দশ খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছু। দুর্গাপূজার অনুদান নিয়ে হাইকোর্টের আদেশ, প্রাণ বাঁচাতে মন্ত্রী-বিধায়কের দৌড়, পেট্রোল পাম্পে বাইকে আগুন, সবই রয়েছে আজকের প্রতিবেদনে। চলুন একে একে দেখে নেওয়া যাক।

১০) বিজেপি বিধায়কের বাড়িতে সংযোগ বিচ্ছিন্ন করল বিদ্যুৎ দপ্তর

উত্তর ২৪ পরগনার বনগাঁর দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের ভাই জয়দেব মজুমদারের বাড়িতে বিদ্যুৎ সংযোগ বাবদ সাড়ে তিন লক্ষ টাকা বকেয়া থাকার কারণে সংযোগ বিচ্ছিন্ন করে দিল বিদ্যুৎ দপ্তর। ঘটনায় রাজনৈতিক তোড়জোড় শুরু হয়েছে। তৃণমূল দাবি করছে যে, সাধারণ মানুষের কয়েক হাজার টাকা বাকি থাকলেই সংযোগ কেটে দেওয়া হয়। আর সেখানে জনপ্রতিনিধিদের এত বকেয়া থাকা সত্ত্বেও প্রশাসনের কোনো হেলদোল নেই। পাল্টা বিধায়ক দাবি করেছেন, তাঁর ভাইয়ের মিটারের দীর্ঘদিন ধরেই সমস্যা চলছে। অভিযোগ করেও সমাধান মেলেনি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) দুষ্কৃতিকে দেখামাত্রই গুলি করা হবে, হুঁশিয়ারি অসমের মুখ্যমন্ত্রীর

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন যে, দুর্গাপূজো চলাকালীন ধুবড়ি জেলায় রাতের বেলা জারি থাকা শুট অ্যাট সাইট নির্দেশিকা কার্যকর থাকবে। সনাতন ধর্মাবলম্বীরা সংখ্যালঘু হওয়ার কারণে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এরকম পদক্ষেপ। গত ১৩ জুন সাম্প্রদায়িক সংঘর্ষের পর এই নির্দেশিকা জারি করা হয়েছিল। ইতিমধ্যেই ১৫০ জনের বেশি দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চলবে দুর্গাপূজা। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে, দুষ্কৃতিকে দেখামাত্রই গুলি করা হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) বরাভূম স্টেশনে ৬ ঘণ্টা মৃত স্ত্রীর দেহ আগলে স্বামী

পুরুলিয়ার বরাভূম স্টেশনে হৃদয়বিদারক এক দৃশ্য দেখা গেল। শান্তা কর্মকার নামের এক মহিলা ট্রেনের মধ্যে অসুস্থ হয়ে স্টেশনে নামার পর মারা যায়। এরপর তাঁর অসহায় স্বামী মনোজ কর্মকার স্ত্রীর দেহ নিয়ে প্রায় ৬ ঘন্টা স্টেশনে বসে থাকেন। রেল কর্তৃপক্ষ সাহায্য না করাতেও তিনি দেহ আগলে বসে থাকেন। কখনো কাঁধে নিয়ে প্ল্যাটফর্মে ঘুরে বেড়ান তিনি। পরে যাত্রীদের খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনায় রেলের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। আর সমাজমাধ্যমে এই চিত্র ভাইরাল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) খরচের হিসাব না দিলে মিলবে না দুর্গাপূজার অনুদান

দুর্গাপূজার এক মাস আগে বিরাট নির্দেশিকা দিল কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, যে সমস্ত পূজা কমিটি গত বছরের অনুদানের খরচের হিসাব জমা দেয়নি, তারা এ বছর কোনোভাবেই অনুদান পাবে না। রাজ্যের তথ্য অনুযায়ী, ৪১,৭৯৫ টি কমিটির মধ্যে মাত্র তিনটি শিলিগুড়ির ক্লাব হিসেবে জমা দেয়নি। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে যে এ বছর বিজয় দশমীর এক মাসের মধ্যেই সমস্ত ক্লাবকে হিসাব জমা দিতে হবে পুলিশের ডিবি এবং কলকাতা পুলিশের সিপির কাছে প্রসঙ্গতা ২০২৫ সালে এই অনুদান ১.১০ লক্ষ টাকা করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) গ্রামবাসীর তাড়া খেয়ে ১ কিমি দৌড়ল মন্ত্রী-বিধায়ক

বিহারের নারান্দায় মটনপুর গ্রামের ট্রাক দুর্ঘটনায় নয়জনের মৃত্যুর পর বুধবার গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শ্রবণ কুমার এবং হিলসার বিধায়ক কৃষ্ণ মুরারি নিহত পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তবে প্রথমে পরিবেশ শান্ত থাকলেও ক্ষতিপূরণ ও প্রশাসনিক গাফিলতির অভিযোগে গ্রামবাসীরা আস্তে আস্তে ক্ষুব্ধ হয়ে ওঠেন। ফেরার পথে লাঠি হাতে তাদেরকে তাড়া করে। ফলে মন্ত্রী-বিধায়ককে প্রায় এক কিলোমিটার দৌড়াতে হয়। বডিগার্ডসহ আরো বেশ কয়েকজন আহত হয়। গ্রামবাসীরা অভিযোগ করছে, সরকারের অবহেলা এবং জনপ্রতিনিধিদের দেরি করে আসা তাদের ক্ষোভের মূল কারণ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) হাওড়ার মুরগি বিক্রেতার মেয়ের বিশ্বরেকর্ড

হাওড়ার মুরগি বিক্রেতার মেয়ে কোয়েল বিরাট ইতিহাস গড়লেন। আহমেদাবাদে ওয়েটলিফটিং কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ ৫৩ কেজি যুব বিভাগে ১৯২ কেজি তুলে জোড়া সোনা এবং বিশ্ব রেকর্ডের হ্যাটট্রিক গড়ে তুললেন। তিনি স্ম্যাচে ৮৫ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১৬০ কেজি তুলে আগেও রেকর্ড ভেঙেছেন। সাফল্যের পর তিনি জানিয়েছেন, আরও বেশি লক্ষ্য ছিল। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অভিনন্দন জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য, যুবক ৬৫ কেজি বিভাগে অনীক মোদি ২৩৮ কেজি তুলে সোনা জিতে রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) কলকাতা মেট্রোর সব রুটেই মিলবে কিউআর কোড টিকিট

দূর্গাপূজার মুখে কলকাতা মেট্রো বড়সড় ঘোষণা করল। এখন থেকে সমস্ত রুটে মোবাইল ও কাগজের কিউআর কোড টিকিট পাওয়া যাবে। উল্লেখ্য, আগে শুধুমাত্র গ্রীন, ব্লু এবং অরেঞ্জ লাইনে এই সুবিধা ছিল। এবার পার্পেল লাইন ও ইওলো লাইনেও এই সুবিধা মিলবে। আমার কলকাতা মেট্রো অ্যাপ থেকে টিকিট কাটলে যাত্রীরা অতিরিক্ত ৫% পর্যন্ত ছাড় পাবে। ফলে কিউআর টিকিট বা কাগজের টিকিটের তুলনায় অনেকটাই সস্তা হবে। ইতিমধ্যেই টিকিট বুকিং সংখ্যা দ্বিগুণ হয়েছে, যা যাত্রীদের আরো আগ্রহ বাড়াচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) হুগলীর পেট্রোল পাম্প থেকেই আগুন লাগল বাইকে

হুগলী চন্ডীতলার এক পেট্রোল পাম্পে মঙ্গলবার সকালে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। আনন্দ গরামি তাঁর ছেলেকে নিয়ে তেল ভরানোর পর পাম্প থেকে বেরোতেই বাইকে হঠাৎ করে আগুন লেগে যায়। ছেলের সতর্কতায় দ্রুত বাইক থেকে নামিয়ে তাঁর প্রাণ বাঁচে। মুহূর্তের মধ্যে গাড়িটি একেবারে ছারখার হয়ে যায়। পাম্প কর্মী এবং স্থানীয়দের তৎপরতায় বিপদ এড়ানো সম্ভব হয়। জানা গিয়েছে যে, বাইকটি তার দাদার ছিল। একই দিন উত্তর দিনাজপুরের চোপড়ায় আরও একটি পেট্রোল পাম্পে বাইকে আগুন লাগার ঘটনা ঘটেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) এশিয়ার ‘আয়রন ম্যান’ পাক সেনাপ্রধান আসিম মুনির

সম্প্রতি পাকিস্তানী সংবাদমাধ্যম দাবি করছিল যে, ওয়াশিংটন টাইমস সেনাপ্রধান আসিম মুনিরকে নাকি আয়রন ম্যান অফ এশিয়া আখ্যা দিয়েছে। তবে আসলে এটি ছিল শুধুমাত্র মতামতমূলক লেখা। কোনো সরকারই মন্তব্য নয়। নিজেদের জনগণকে বিভ্রান্ত করতে পাকিস্তান এই সমস্ত কারবার করে বেড়াচ্ছিল বলে অভিযোগ। বাস্তবে ভারতের ব্রহ্মোস হামলায় মাত্র ২২ মিনিটও টিকতে পারেনি পাকিস্তান। এমনকি তাদের বহু ঘাঁটি ধ্বংস হয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতে, তারা শেষ পর্যন্ত আত্মসমর্পণ করেছে। আর ইতিমধ্যে আমেরিকার সঙ্গে সম্পর্ক জোরদার করতে আসিম মুনির দৌড়ঝাঁপ করছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) পুজোর ভিড় সামলাতে ২৫টি বাস চালু করল রাজ্য পরিবহন দপ্তর

দুর্গাপূজার কেনাকাটার ভিড় সামলাতে এবার রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী বিরাট ঘোষণা করে বসলেন। তিনি জানিয়েছেন, পূজার ১৫ দিন আগে থেকে শহরে ২৫টি শপিং স্পেশাল বাস চালানো হবে। এগুলি মূলত হাওড়া ও শিয়ালদা থেকে চলবে। আর চাহিদা বাড়লে বাসের সংখ্যা আরো বাড়ানো হবে। পাশাপাশি পুজোর কদিন চালু হবে নাইট সার্ভিস বাস, যাতে সারারাত ঠাকুর দেখে মানুষ খুব সহজেই হাওড়া, শিয়ালদা কিংবা বারাসাত পর্যন্ত পৌঁছাতে পারে। যদিও এই উদ্যোগ শহরবাসীর সুবিধা বাড়ালেও, বেসরকারি বাস পরিষেবায় বিরাট আঘাত হানতে পারে বলে মনে করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

Leave a Comment