বিক্রম ব্যানার্জী, কলকাতা: হঠাৎ বদলে গিয়েছে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের ডায়াল প্যাড। কল রিসিভ বা কল করার ক্ষেত্রে একেবারে অন্য দুনিয়ায় হারিয়ে যেতে হচ্ছে ব্যবহারকারীদের! যদিও সব ব্যবহারকারীর ফোনেই যে এমন পরিবর্তন এসেছে তেমনটা নয়। সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করছেন, তাদের স্যামসং, রেডমি বা ভিভোর ফোনের ডায়াল প্যাডে কোনও বদল আসেনি। তাহলে বাকিদের ডায়ালারের ভোল বদল কেন? কীভাবে ফিরে পাবেন আগের ডায়াল প্যাড?
কেন ভিন্ন রূপ ধারণ করল ডায়াল প্যাড?
রিপোর্ট বলছে, গুগল ফোন অ্যাপ বা ডায়ালারের এমন বদলের নেপথ্যে রয়েছে গুগলের নতুন মেটেরিয়াল 3 এক্সপ্রেসিভ ডিজাইন। সদ্য এই ডিজাইন ইনস্টল হওয়ার কারণেই বেশিরভাগ ব্যবহারকারীর ডায়াল প্যাড বদলে গিয়েছে। তাও আবার কোনও রকম আপডেট ছাড়াই।
টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, গুগল চাইছে আরও পরিচ্ছন্ন ও আধুনিক লেআউট। মূলত সে কারণেই নতুন ডিজাইন ইন্সটল করায় বদলে গিয়েছে ব্যবহারকারীদের ডায়াল প্যাড। তবে ডায়াল প্যাডের এই আকস্মিক পরিবর্তনকে কেউ কেউ ইতিবাচকভাবে নিলেও বেশির ভাগই গোটা বিষয় নিয়ে উদ্বিগ্ন।
আর এদিকে স্যামসং, ভিভো, ওপো এমনকি রেডমির মতো স্মার্টফোন নির্মাণকারী সংস্থাগুলি তাদের স্মার্টফোনে গুগল অ্যাপ বা গুগল ডায়ালার ব্যবহার না করার কারণে এই সংস্থাগুলির স্মার্টফোন কোনও বদল আসেনি।
অবশ্যই পড়ুন: ক্যানসারে আক্রান্ত অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক
কীভাবে ডায়াল প্যাড আবার আগের অবস্থায় ফিরিয়ে আনবেন?
বিশেষজ্ঞরা বলছেন, ডায়াল প্যাড হঠাৎ বদলে যাওয়ায় ঘাবড়ানোর কিছু নেই। স্মার্টফোনের ডায়ালার আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। কিন্তু কীভাবে? রিপোর্ট অনুযায়ী, এর জন্য মূলত দুটি উপায় রয়েছে। প্রথমত, ডায়াল প্যাডের অ্যাপে যে ক্যাশে ডেটা জমে রয়েছে তা ক্লিয়ার করতে হবে। সেটা হয়ে গেলেই ডায়াল প্যাড আবার আগের চেহারায় ফিরে আসবে। এর অর্থ অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি আবার তার ডিফল্ট ভার্সনেই কাম ব্যাক করবে।
দ্বিতীয় উপায়, গুগল প্লে স্টোর থেকে ফোন বাই গুগল অথবা গুগল ডায়ালার লিখে সার্চ করে ডায়াল প্যাড অ্যাপটি খুঁজুন। ওই অ্যাপ পেলে সেটি আনইন্সটল করে দিন। তাহলেই খেলা শেষ। ফোনের ডায়াল প্যাড আবার আগের অবস্থায় ফিরে যাবে। যদিও বিশেষজ্ঞদের একটা বড় অংশের মতে, এটা যেহেতু গুগুলেরই নতুন ডিজাইন, তাই এটি চেঞ্জ না করলেও সমস্যা নেই।