প্রীতি পোদ্দার, কলকাতা: পুজোর আগেই এবার বড় উপহার নবান্নের (Nabanna) তরফে! মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার চুক্তিভিত্তিক গ্রুপ-ডি কর্মীদের ভাতা বাড়াতে চলেছে নবান্ন। সম্প্রতি অর্থ দফতরের তরফে জানানো হয়েছে এখন থেকে কর্মীদের মাসিক ভাতা হিসেবে মিলবে ৫ হাজার টাকা। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে এই ঘোষণা করেছে প্রশাসন। কার্যকর হবে ১ অগস্ট থেকেই।
অর্থ দফতরের বিজ্ঞপ্তি
গত ২৬ আগস্ট, মঙ্গলবার পশ্চিমবঙ্গ অর্থ দফতরের তরফ থেকে গ্রুপ ডি কর্মীদের উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে যে, গ্রুপ-ডি ক্যাটেগরির পার্ট-টাইম কর্মীরা, যাঁরা সারা বছর বা বছরের নির্দিষ্ট সময়ে কাজ করেন, এবং যাঁদের ভাতা দেওয়া হয় কনটিনজেন্সি খাত থেকে, তাঁদের জন্য এবার বড় সুখবর। এখন থেকে সেই ক্যাটাগরির কর্মীরা মাসিক প্রাপ্য নির্দিষ্ট করা হল ৫ হাজার টাকা। এর বাইরে অন্য কোনও ভাতা বা ভিন্ন সুবিধা মিলবে না। জানা গিয়েছে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে চলতি বছরের ১ আগস্ট থেকে।
মিলবে না অন্য কোনও ভাতার সুবিধা
দীর্ঘদিন ধরেই গ্রুপ ডি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে একাধিক অভিযোগ উঠে এসেছিল প্রশাসনের দফতরে, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি। অবশেষে পুজোর আগে এল সেই বড় সুখবর। আগে গ্রুপ ডি ক্যাটেগরির পার্ট-টাইম কর্মীরা ভাতা হিসেবে পেতেন ২ হাজার টাকা। এখন সেই ভাতা আরও ৩ হাজার টাকা বেড়ে দাঁড়াল ৫ হাজার টাকা। একই সঙ্গে বলা হয়েছে এর বাইরে অন্য কোনও ভাতা বা ভিন্ন সুবিধা মিলবে না। এমনকি ২০২২ সালের ২৯ নভেম্বর যে শর্তাবলী নির্ধারিত হয়েছিল, তার কোনও পরিবর্তন হবে না। অর্থাৎ পুরনো সব নিয়ম অপরিবর্তিত থাকবে।
আরও পড়ুন: নোংরা প্লাস্টিক বর্জ্য থেকে পেট্রোল তৈরি করছে চিন, নেপথ্যে ‘বিশেষ প্রযুক্তি’
প্রসঙ্গত, চলতি মাসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন একটি প্রকল্প শ্রমশ্রী-র ঘোষণা করেছিলেন। প্রেস কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ভিন রাজ্য থেকে আসা বাংলার শ্রমিকরা ফিরে আসার পর প্রথম ১ বছর প্রতি মাসে ৫ হাজার টাকা করে পুনর্বাসন ভাতা হিসেবে পাবেন শ্রমিকরা। সঙ্গে মিলবে স্বাস্থ্যসাথী কার্ড। কারও পাকা বাড়ি না থাকলে আবাস যোজনায় অনুদান মিলবে। এছাড়াও ছেলে-মেয়েদের পড়াশোনার জন্য সরকারি সহায়তা এবং অন্যান্য সামাজিক নিরাপত্তা প্রকল্পেরও সুযোগ দেওয়া হবে তাঁদের।