সহেলি মিত্র, কলকাতা: ‘পশ্চিমবঙ্গের DA মামলায় সরকারি কর্মীদের জয় একেবারে নিশ্চিত।’ দুর্গাপুজোর আগে এমনই দাবি করা হল সরকারি কর্মীদের তরফে। গত ২৬ আগস্ট পঞ্চম বেতন পে কমিশনের আওতায় বাংলার মহার্ঘ্য ভাতা মামলাটি উঠেছিল সুপ্রিম কোর্টে। তবে সেই মামলা সেপ্টেম্বর মাসে পিছিয়ে যায়। যদিও এবারে সেপ্টেম্বর মাসে যে শুনানি হবে তা নিয়ে যথেষ্ট আশাবাদী সকলে। এবারেই চূড়ান্ত শুনানি হবে বলে দাবি তাঁদের।
DA মামলায় রাজ্য সরকারি কর্মীদের জয় নিশ্চিত: ভাস্কর ঘোষ
এই প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, ‘আগামী ১১ সেপ্টেম্বরের আগে আইনজীবী গোপাল সুব্রমনিয়ামের সঙ্গে আলোচনা করা হবে। আর তাঁর বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা যাচ্ছে যে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতা মামলায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জয় নিশ্চিত।’
রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, সুপ্রিম কোর্টের তরফে আপাতত জানানো হয়েছে যে আগামী ১১ সেপ্টেম্বর ফের ডিএ মামলা উঠতে পারে। এখনও চূড়ান্ত কোনও দিনক্ষণ জানানো হয়নি।
১১ সেপ্টেম্বর ডিএ মামালার চূড়ান্ত শুনানি?
মলয় মুখোপাধ্যায় ফেসবুকে লেখেন, ‘১১ ই সেপ্টেম্বর বৃহস্পতিবার পড়ছে৷ এবং মাননীয় প্রশান্ত কুমার মিশ্রের তাতে নাম নেই৷ কিন্তু বিচারপতির পক্ষ থেকে বলা হয়েছিল মাননীয় পি.কে.মিশ্র থাকবেন এবং কোনও এক শুক্রবার অথবা সোমবার হবে । সেক্ষেত্রে ফাইনাল তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত আমাদের কি আরও অপেক্ষা করতে হবে?’
আরও পড়ুনঃ ভাতা বেড়ে ৫ হাজার! চুক্তিভিত্তিক গ্রুপ-ডি কর্মীদের সুখবর শোনাল নবান্ন
আইনজীবী ফিরদৌস শামিম জানান, ডিএ মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। যে কোনও সোমবার বা শুক্রবার ডিএ মামলার শুনানি হবে। সেইসঙ্গে তিনি আশাপ্রকাশ করেছেন যে বকেয়া ডিএ মামলায় জয় হবে রাজ্য সরকারি কর্মচারীদের। তাঁরা ইতিমধ্যে ছয়বার জিতেছেন। সপ্তমবার জয়টা আসবে সুপ্রিম কোর্টে। আর বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা।