সহেলি মিত্র, কলকাতা: আসানসোলের জামুরিয়ার আদিবাসী স্কুলে (Jamuria Adivasi School) ঘটে গেল বিরাট ঘটনা। স্কুল পড়ুয়াদের পচা মাংস খাওয়ানোর অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র। ঘটনাটি ঘটেছে জামুরিয়ার বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে।
জামুরিয়ার স্কুল পড়ুয়াদের পচা মাংস খাওয়ানোর অভিযোগ
স্থানীয় সূত্র অনুযায়ী, আসানসোলের জামুরিয়ার এই বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বারবার অসামাজিক কাজ করার অভিযোগ উঠে আসছে। তবে এবার আরও বড় অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। এই গুণধর প্রধান শিক্ষক নাকি স্কুলে পচা মাংস এনে পড়ুয়াদের খাওয়ানোর বন্দোবস্ত করছিলেন। এদিকে এই খবর চাউর হতেই অভিভাবকরা বিদ্যালয়ে এসে বিক্ষোভ দেখান।
আরও পড়ুনঃ হাইকোর্টের নির্দেশে অনুদান বন্ধ! এবার পুজো হওয়া নিয়ে আশঙ্কা শিলিগুড়ির কাশ্মীর কলোনির
অভিভাবকদের বক্তব্য, তাদের বিক্ষোভ দেখানোর সময় স্কুলের বাউন্ডারি পেরিয়ে সে পচা মাংস ফেলে দেন প্রধান শিক্ষক। ওই স্কুলেরই এক পড়ুয়ার অভিভাবক জানান, ‘আমার ছেলে বাড়িতে এসে বলে সে স্কুলের খাবার খাবে না। বাড়ির খাবার খাবে। স্যার পচা মাংস খাইয়েছে।’ অপর এক পড়ুয়ার মা জানান, ‘স্যার পচা মাংস এনেছে এটা শুনে আমার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে।’ এমনিতে স্কুলের সময় ১০:৩০, কিন্তু প্রধান শিক্ষক ভোর ৬টার সময় নাকি আসেন। তিনি নাকি সকাল থেকে মাংস রান্না করছিলেন নিজেই। এরপর সেই মাংসের গন্ধে পড়ুয়া থেকে শুরু করে অন্যান্য স্টাফরা অসুস্থ হয়ে পড়েছে। প্রায় ১২ থেকে ১৪ জন পড়ুয়া নাকি অসুস্থ হয়ে পড়েছে বলে খবর। অভিভাবকরা ওই প্রধান শিক্ষকের কঠোরতম শাস্তি চান।
কী বলছেন প্রধান শিক্ষক?
এদিকে এই বিষয় নিয়ে মুখ খুলেছেন অভিযুক্ত প্রধান শিক্ষক। তিনি জানান, ‘এটা মিথ্যে কথা। আমি একটা দোকান থেকে মাংস কিনে সেখানেই কাটিয়েছিলাম। কিছু কারণবশত কিছু হয়ে গেছে হয়তো। কিন্তু পড়ুয়া অসুস্থ হওয়ার কথা একদম ভুয়ো। সকলকে ভুল বার্তা দেওয়া হচ্ছে।’ এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ এবং পঞ্চায়েত আধিকারিকরা।