আরজি কর মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ! নেপথ্যে কী কারণ?

RG Kar Case

প্রীতি পোদ্দার, কলকাতা: আরজি কর কাণ্ডের (RG Kar Case) ধর্ষণ ও খুনের মামলা থেকে এবার সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। নতুন করে এবার তদন্ত এবং তদন্তে নজরদারির আবেদনের শুনানির সম্ভাবনা হতে চলেছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা সরাসরি জানিয়েছিলেন বিচারপতি ঘোষ। যার ফলে আরজি কর মামলা নিয়ে ফের বিতর্ক উঠল তুঙ্গে।

সঞ্জয় ছাড়া কেউই হয়নি গ্রেপ্তার

উল্লেখ্য, গতবছর অর্থাৎ ২০২৪ সালের ৯ আগস্ট আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুন হন কর্তব্যরত দ্বিতীয় বর্ষের এক তরুণী চিকিৎসক। বাংলা সহ গোটা দেশ জুড়ে তাঁর মৃত্যুতে উত্তাল হয়ে ওঠে। এদিকে ঘটনার কয়েকঘণ্টার মধ্যে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। কিন্তু এই ঘটনায় তথ্য লোপাটের অভিযোগে তদন্তভার পায় CBI। কিন্তু পড়ে পুলিশের তদন্তেই মান্যতা দেয় সিবিআই। এখনও পর্যন্ত ধর্ষণ ও খুনের মামলায় সঞ্জয় ছাড়া আর কেউ গ্রেপ্তার হয়নি। এদিকে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে তাঁকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু এখনও মেলেনি সুবিচার।

মামলা থেকে সরে এলেন বিচারপতি ঘোষ

সংবাদ প্রতিদিনের রিপোর্ট অনুযায়ী, গত বছর ডিসেম্বরে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে নতুন করে তদন্তের দাবিতে পরিবারের মামলা দায়ের হয়েছিল। সেখানে সিবিআইয়ের তদন্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন নির্যাতিতার বাবা-মা। মামলার আবেদনে জানানো হয়, SIT গড়ে নতুন করে তদন্ত হোক। এদিকে সেই মামলা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের আদালতে বিচারাধীন থাকার পাশাপাশি ঘটনাস্থল আবারও ঘুরে দেখতে চেয়ে ফের আদালতের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। নিম্ন আদালত সেই আবেদন খারিজ করে দেওয়ার পর তা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে যায়। এবার তাই সেই মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি ঘোষ।

আরও পড়ুন: ‘আইপ্যাক এর কর্মীদের নিয়োগ খাদ্য দফতরে!’ বিস্ফোরক পোস্ট শুভেন্দুর

কোন বেঞ্চে হবে পরবর্তী শুনানি?

আজ অর্থাৎ বৃহস্পতিবার মামলা থেকে সরে আসার কারণ নিয়ে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এদিন জানিয়েছেন যে, যেহেতু ইতিমধ্যে CBI এবং সাজাপ্রাপ্ত আসামী নতুন মামলা দায়ের করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে, এবং এখনও সেই মামলার শুনানি চলছে, তাই সিঙ্গল বেঞ্চের পরিবর্তে এই মামলা ডিভিশন বেঞ্চই শোনা কাম্য। তাই এই মামলার শুনানিও ডিভিশন বেঞ্চে হওয়া উচিত বলেই মনে করছেন বিচারপতি ঘোষ। সেক্ষেত্রে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। ইতিমধ্যেই বিচারপতি ঘোষ তাঁর এজলাসে দায়ের মৃতের পরিবারের নতুন এই আবেদনের নথি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিয়েছেন।

Leave a Comment