কৃশানু ঘোষ, কলকাতাঃ গত কয়েক মাস ধরেই দেশের বিভিন্ন রাজ্য থেকে পাওয়া যাচ্ছে বাঙালি শ্রমিকদের ওপর অত্যাচার এবং নির্যাতনের বিভিন্ন ঘটনা। যার মধ্যে বেশিরভাগ ঘটনাই ঘটেছে বিজেপি শাসিত রাজ্যে। ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী, এবার এই নিয়ে বিজেপিকে সতর্ক করল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (RSS), এমনকি এই পদক্ষেপকে ‘আত্মঘাতী গোল’-এর সাথেও তুলনা করেছেন তাঁরা। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে বিজেপি ‘ভুল’ করছে বলেও জানিয়েছেন আরএসএসের শীর্ষ নেতৃত্ব।
কী বলছে RSS?
১০০ বছর পার করেছে আরএসএস। আর সেই বিশেষ মুহূর্ত উদযাপনের অংশ হিসেবে ২৬ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত দেশের রাজধানী দিল্লীতে ৩ দিনের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সংঘের তরফ থেকে। সেখানে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে একটি বিশেষ বিষয় ছিল – ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের অত্যাচার এবং নির্যাতনের বিভিন্ন ঘটনা। কারণ এই বিষয়টি নিয়ে সংঘ খুবই উদ্বিগ্ন এবং সংঘের তরফ থেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ এবং কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আলোচনাও করা হয়েছে।
সংঘ নেতাদের মতে, “অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু সেই ব্যবস্থা নিতে গিয়ে অনেক ক্ষেত্রেই প্রভাবিত হচ্ছে পশ্চিমবঙ্গের বৈধ বাঙালি নাগরিকরা।“ সংগঠনের শীর্ষস্থানীয় নেতাদের মতে, “বিজেপি যখন পশ্চিমবঙ্গে নিজেদের অবস্থান আরও মজবুত এবং সুসংহত করতে চাইছে, যেখানে আগামী বছর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে এই ধরনের বিভিন্ন ঘটনা বাংলায় ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিক অস্ত্র সরবরাহ করে, যা বিজেপি-আরএসএস-এর প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয়।
আরও পড়ুনঃ ৯২ কাঠা জমিতে নির্মিত হবে নতুন শ্মশান! যৌথ উদ্যোগে কলকাতা পুরসভা এবং বেসরকারি সংস্থা
সংঘের রিপোর্ট অনুযায়ী, বাংলায় নিজেদের অবস্থান তিনগুণ প্রসারিত করেছে আরএসএস। রাজ্যে বিভিন্ন শ্রেণীর প্রায় ৪,৫৪০টি সক্রিয় ইউনিট রয়েছে। ২০২৪ সালের জানুয়ারি মাসে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের সময়, আরএসএস স্বয়ংসেবকরা বাংলার ৪৩,০০০ গ্রামের মধ্যে প্রায় ২২,০০০ গ্রামের সাথে সংযোগ স্থাপন করেছিলেন, এবং চলতি বছরে, সংগঠনের শতবর্ষ উপলক্ষে ৩৫,০০০ গ্রামের সাথে সংযোগ স্থাপন করার লক্ষ্যে কাজ করছে সংঘ। এই মাইলফলক উদযাপন করার উপলক্ষে, RSS-এর তরফ থেকে আগামী ২১ সেপ্টেম্বর, মহালয়ার পুণ্য তিথিতে, সারা বাংলায় কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে, বিজয়া দশমী বা দশেরা থেকে শতবর্ষ উদযাপন শুরু হবে।
এক্ষেত্রে উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অখিল ভারতীয় সমন্বয় বৈঠক। ৫ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হবে রাজস্থানের যোধপুরে। সেই বৈঠকে থাকবেন সংঘের প্রধান মোহন ভগবত। সেখানেও বাংলা ভাষা ও বাঙালি শ্রমিকদের ওপর আক্রমণের বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে।