প্রকাশ করতে হবে অযোগ্যদের তালিকা, SSC-কে ৭ দিন সময় দিল সুপ্রিম কোর্ট

Supreme Court on SSC

সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরি বাতিল মামলায় এবার এসএসসি-কে বিরাট নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court on SSC)। হ্যাঁ, 26 হাজার নিয়োগ দুর্নীতি মামলায় এবার শীর্ষ আদালত সাফ জানিয়ে দিল, 7 দিনের মধ্যেই অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে।

রিপোর্ট অনুযায়ী, আজ অর্থাৎ, বৃহস্পতিবার বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। সেখানে এসএসসি-কে তীব্র কটাক্ষ করে আদালত জানিয়েছে, আপনাদের কোনো যুক্তি থোপা দিচ্ছে না। অযোগ্য প্রার্থীরা পরীক্ষায় বসলেই তার ফল ভুগতে হবে।

খারিজ রিভিউ পিটিশন

উল্লেখ্য, গত 19 আগস্ট সুপ্রিম কোর্ট 26 হাজার চাকরি বাতিলের রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছিল। আর সেই ধাক্কা সামলে ওঠার আগেই নতুন নির্দেশে চাপ পড়ল এসএসসি এবং রাজ্য সরকারের উপর। আদালত প্রশ্ন তুলছে, অযোগ্যদের তালিকা প্রকাশের বদলে কেন কলকাতা হাইকোর্টে যাওয়া হল?

তবে এসএসসি ইতিমধ্যেই নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিয়েছে। 7 এবং 14 সেপ্টেম্বর পরীক্ষার সূচি ঘোষণা করা হয়েছে। এমনকি কয়েকজন প্রার্থী এই পরীক্ষা স্থগিতের আবেদন জানালেও সুপ্রিম কোর্ট তা খারিজ করে দিয়েছে। অর্থাৎ, নির্ধারিত দিনে পরীক্ষা হবে বলে জানা গিয়েছে। কিন্তু তার আগে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে।

এ নিয়ে আইনজীবি বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছেন, আদালত আগেই তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল। তবে সরকার তা করেনি। আর এবারও তা করবে না। কারণ এই তালিকা বের হলে স্পষ্ট হয়ে যাবে যে, কারা টাকা নিয়ে চাকরি দিয়েছে। তৃণমূল সরকার কোনোরকম ঝুঁকি নেবে না।

আরও পড়ুনঃ ৯২ কাঠা জমিতে নির্মিত হবে নতুন শ্মশান! যৌথ উদ্যোগে কলকাতা পুরসভা এবং বেসরকারি সংস্থা

পাশাপাশি শীর্ষ আদালত এদিন এও জানিয়ে দিয়েছে যে, নতুন নিয়োগ প্রক্রিয়ায় কড়া নজর রাখা হবে। কোনো অনিয়ম ধরা পড়লেই সুপ্রিম কোর্ট তৎক্ষণাৎ হস্তক্ষেপ করবে। এখন দেখার, আগামী সাত দিনের মধ্যে এসএসসি অযোগ্যদের তালিকা প্রকাশ করতে পারে কিনা..!

Leave a Comment