বিক্রম ব্যানার্জী, কলকাতা: একটা সময়ে দুই ভারতীয় মহাতারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলির সাথে একই মঞ্চে খেলার স্বপ্ন দেখতেন তিনি। স্বপ্ন ছিল, ভারতীয় দলের জার্সি গায়ে আন্তর্জাতিক মঞ্চে দাপট দেখাবেন। কিন্তু তেমনটা হয়নি।
ভারতীয় দলে সুযোগ পেতে হলে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে যেতে হয় দেশের খেলোয়াড়দের। বাঘা বাঘা প্লেয়ারকে মাত দিয়ে তবেই টিম ইন্ডিয়ায় জায়গা পাওয়া যায়। সেই লড়াইতে নাম লিখিয়েছিলেন ভোপালের বাসিন্দা সময় শ্রীবাস্তবও।
তবে দুর্ভাগ্য, আন্তর্জাতিক মঞ্চে খেলার জন্য ভারত ছেড়ে অন্য দেশে পাড়ি দিতে হয়েছিল তাঁকে। এবার সেই ক্রিকেটারই এশিয়া কাপের মঞ্চে খেলবেন টিম ইন্ডিয়ার বিরুদ্ধে।
এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে খেলবেন সময়
ভোপালের বাসিন্দা সময় শ্রীবাস্তব আজ থেকে 5 বছর আগে ভারত ছেড়ে ওমানে বসবাস করতে শুরু করেন। সে দেশে থাকতে থাকতে ক্রিকেটের হাত ধরেই ওমানের জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করেছিলেন তিনি।
শেষ পর্যন্ত কঠোর পরিশ্রমে আসে সাফল্য। ওমানের জাতীয় ক্রিকেট দলে জায়গা করে নেন সময় শ্রীবাস্তব। বর্তমানে সেই দলের হয়েই নানান মঞ্চে নিজের দক্ষতা প্রদর্শন করে আসছেন তিনি।
বলা বাহুল্য, 2025 এশিয়া কাপের মঞ্চে প্রথমবারের জন্য সুযোগ পেয়েছে ওমান। সম্প্রতি আসন্ন টুর্নামেন্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। সেই দলেই সগর্বে জায়গা পেয়েছেন ভারতীয় বংশোদ্ভুত বোলার সময় শ্রীবাস্তব। এক সময়ে যে দেশের হয়ে মাঠ কাঁপানোর স্বপ্ন দেখতেন, আসন্ন এশিয়া কাপে এবার সেই দলের বিরুদ্ধে খেলতে হবে সময়কে। কাজেই, মধ্যপ্রদেশের এই ছেলে নিজের জন্মভূমি অর্থাৎ ভারতের বিরুদ্ধে কতটা রুখে দাঁড়াতে পারেন সেদিকেই চোখ থাকবে সকলের।
অবশ্যই পড়ুন: ২০৩৮ সালের মধ্যেই ভারত হবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ, রিপোর্ট
উল্লেখ্য, 34 বছর বয়সী ক্রিকেটার সময় আজ পর্যন্ত ওমানের হয়ে মোট 12টি ওয়ানডে ক্রিকেট ম্যাচ খেলেছেন। সেই যাত্রায় স্পিন বোলিংয়ে 25টি উইকেট তুলেছেন এই লেক ব্রেকার। এছাড়াও 15টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে 15টি উইকেট ভেঙেছেন তিনি। বলে রাখি, সময় ওমানের হয়ে শেষবারের মতো গত মে মাসে আমেরিকার বিরুদ্ধে খেলেছিলেন। সেই ম্যাচে মাত্র একটি উইকেট এসেছিল তাঁর ঝুলিতে।