সাগরে শক্তি বাড়াল নিম্নচাপ, দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বর্ষণ, আজকের আবহাওয়া

weather today

সহেলি মিত্র, কলকাতাঃ লাগাতার বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের জেরে নাজেহাল অবস্থা বাংলার মানুষের। ভাসছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাংশ। এক কথায় স্বাভাবিক জনজীবন অব্যাহত হচ্ছে। সবথেকে বেশি বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা যেমন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আপাতত বিরাম নেই বৃষ্টির। আজ শুক্রবারও দুর্যোগ চলবে জেলায় জেলায়। হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে । উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও ওড়িশা উপকূলে এই নিম্নচাপ আরও শক্তি বাড়াচ্ছে । আগামী দু’দিনে সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ওড়িশা সংলগ্ন এলাকায় প্রভাব ফেলবে ।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া  (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, শুক্রবার সাতটি জেলায় আগামী কয়েক ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। জেলাগুলি হল হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। এই জেলাগুলিতেও ৩০-৪০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের শুক্রবার পর্যন্ত সমুদ্রে না যেতে বলা হয়েছে। হাওয়া অফিস আরও জানিয়েছে, কলকাতায়ও বেশিরভাগ সময় মেঘলা আবহাওয়া থাকতে পারে, হালকা বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এখানে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩১-৩২ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে।

জেলাগুলিতে আংশিক বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, যার কারণে স্থানীয় প্রশাসন এবং নাগরিকদের সতর্ক থাকার জন্য আবেদন করেছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে যে ভারী বৃষ্টিপাত এবং তীব্র হাওয়ার কারণে কিছু জায়গায় জল জমতে পারে এবং যানবাহন চলাচলে বিঘ্ন ঘটতে পারে। বিশেষ করে নদীর জলস্তর বৃদ্ধির কারণে বন্যা পরিস্থিতির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আজ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি নামবে। আজ ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে।

আগামীকালের আবহাওয়া

শনিবার কেমন থাকবে আবহাওয়া? এদিনও ভারী বৃষ্টির তাণ্ডব অব্যাহত থাকবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়। দক্ষিণবঙ্গের কথা বললে, এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামবে দক্ষিণ ২৪ পরগণা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদ জেলায়।

Leave a Comment