মোদী না রাহুল! কাকে নতুন প্রধানমন্ত্রী হিসাবে চান দেশবাসী? উত্তর মিলল সমীক্ষায়

Narendra Modi
Narendra Modi

কৃশানু ঘোষ, কলকাতাঃ ২০১৪ সাল থেকে একটানা কেন্দ্রে ক্ষমতায় রয়েছে বিজেপি, আর প্রধানমন্ত্রী পদে আসীন রয়েছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। তবে, ২০২৪ সালে কেন্দ্রে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর থেকেই একাধিক অভিযোগ আর নানারকম অস্থির ঘটনার সাক্ষী রয়েছে দেশবাসী। একদিকে সন্ত্রাসবাদীদের পহেলগাঁও হামলা, অন্যদিকে ট্রাম্পের ৫০ শতাংশ শুল্কবাণ, আবার সম্প্রতি বিরোধীদের ভোটচুরির অভিযোগ! এমন পরিস্থিতিতে, বর্তমান সরকারের প্রতি কি জনগণ খুশি? নাকি তারা অন্য কোন বিকল্প খুঁজছে? উত্তর আছে আমাদের কাছে। চলুন জেনে নেওয়া যাক।

নতুন প্রধানমন্ত্রী চান দেশবাসী?

সংবাদ মাধ্যম  India Today সম্প্রতি Mood Of The Nation নামক একটি সমীক্ষার মাধ্যমে ভারতের জনগণের রাজনৈতিক মতামত তুলে ধরেছে। এই সমীক্ষায় দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে দেশবাসী কাকে দেখতে চাইছেন? সবাই কি নরেন্দ্র মোদীকেই ক্ষমতায় দেখতে চান? নাকি রাহুল গান্ধীকে নতুন প্রধানমন্ত্রী হিসাবে দখতে চান সকলে? আর নতুন এই সমীক্ষার মাধ্যমে পাওয়া গিয়েছে বেশ কিছু আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ তথ্য! যা ইঙ্গিত দিচ্ছে রাহুল গান্ধীর ক্রমবর্ধমান জনপ্রিয়তার দিকে!

সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ৫২ শতাংশ মানুষ পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে বেছে নিয়েছেন নরেন্দ্র মোদীকেই। মোদীকে এখনও বেশিরভাগ মানুষ জনপ্রিয় নেতা হিসাবে আখ্যা দিয়ে, ৩৪ শতাংশ মানুষ তাঁর কাজের প্রশংসায় মেতেছেন। যেখানে ১৩ শতাংশ মানুষ তাঁর কাজের সমালোচনা করেছেন, এবং ১৪ শতাংশ মানুষ তাঁর কাজকে খারাপ বলে বর্ণনা করেছেন।

আরও পড়ুনঃ অবসর নেওয়ার আগেই বাড়ি বসে তুলতে পারবেন PF-এর সমস্ত টাকা! জেনে নিন উপায়

অন্যদিকে সমীক্ষায় অংশগ্রহণকারী মানুষদের প্রায় ২৫ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী হিসাবে রাহুল গান্ধীকে বেছে নিয়েছেন। বিরোধী নেতা হিসাবে রাহুল গান্ধীর পারফরম্যান্সকে খুব ভালো বলেছেন সমীক্ষায় অংশগ্রহণকারী ২৮ শতাংশ মানুষ। ২২ শতাংশ মানুষ রাহুল গান্ধীর পারফরম্যান্সকে ভালো বলে আখ্যা দিয়েছেন। ১৬ শতাংশ মানুষ তাঁর কাজকে স্বাভাবিক এবং গড় পারফরম্যান্স হিসাবে ব্যাখ্যা করেছেন। তবে, ১৫ শতাংশ মানুষ তাঁর কাজের সমালোচনা করেছেন, এবং ১২ শতাংশ মানুষ তাঁর কাজকে অত্যন্ত খারাপ বলে ব্যাখ্যা দিয়েছেন।

Leave a Comment