ফাঁকা ফ্ল্যাটে ডাক, অশালীন প্রস্তাব SFI নেতার! মহিলা বাম নেত্রীর অভিযোগে তুলকালাম বাংলা

SFI

প্রীতি পোদ্দার, কলকাতা: ফাঁকা ফ্ল্যাটে ডাক তথা কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল এসএফআইয়ের (SFI) রাজ্য কমিটির সদস্যের বিরুদ্ধে! এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন দুর্গাপুরের বাসিন্দা তথা এসএফআইয়ের দক্ষিণ দমদম-৩ আঞ্চলিক কমিটির মহিলা সদস্য। ইতিমধ্যেই সংগঠনের শীর্ষ নেতৃত্বকে লিখিত অভিযোগপত্র পাঠিয়েছেন ওই তরুণী। এই ঘটনার ভিত্তিতে ইস্তফার কথাও উল্লেখ করা হয়েছে। যার জেরে ফের রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে উঠে এসেছে একাধিক অভিযোগ।

কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ SFI নেতার বিরুদ্ধে

চলতি বছর জুলাই মাসে কসবার ল কলেজে গণধর্ষণকাণ্ডে মনোজিৎ মিশ্রের ভূমিকা এতটাই ভয়াবহ ছিল, যে গোটা শিক্ষা প্রতিষ্ঠানে এক ভয়ংকর প্রভাব পড়েছিল। নিত্যদিন রাত পর্যন্ত দলবল নিয়ে ক্যাম্পাসেই ঘোরাফেরা থেকে শুরু করে একের পর এক কলেজ ছাত্রীদের উপর শারীরিক নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল গোটা রাজ্য। আর এবার সেই ভয়ংকর ঘটনার ছায়া চোখে পড়ল রাজনৈতিক আঙিনায়। দলের কমরেড মহিলা নেত্রীকেই কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল এসএফআইয়ের রাজ্য কমিটির সদস্যের বিরুদ্ধে! ঘটনা প্রকাশ্যে আসতেই ছিঃ ছিঃ পড়ে গিয়েছে।

ফাঁকা ফ্ল্যাটে ডাক SFI নেতার

সংবাদ প্রতিদিনের রিপোর্ট অনুযায়ী, উত্তর ২৪ পরগনার সিপিএমের ছাত্র সংগঠনের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্যের বিরুদ্ধে মহিলা নেত্রী লিখেছেন, ‘তিনি আমাকে বারংবার তাঁর সঙ্গে মদ্যপান করার জন্য বলেছেন। এমনকি দমদম ক্যান্টনমেন্টের ফাঁকা ফ্ল্যাটে ডেকেছিলেন।” ওই মহিলা আরও অভিযোগ জানিয়েছেন যে বহুবার একা ঘুরতে যাওয়ার কথা অর্থাৎ কোথাও থাকার প্রস্তাবও দিয়েছিল দলের ওই সদস্য। এমনকি ‘সিপিএম ডিজিটাল-এ খবর পড়ার প্রলোভনও দেখিয়েছিলেন।’ একের পর এক অশালীন প্রস্তাবের কথাও উল্লেখ করেছেন ওই মহিলা SFI নেত্রী।

আরও পড়ুন: বাসে হিন্দিতে ‘জয় শ্রীরাম’ লেখা ঢাকা নিয়ে ধুন্ধুমার! দুর্গাপুরে থানা ঘেরাও বিশ্ব হিন্দু পরিষদের

প্রসঙ্গত, গত বুধবার, মহিলা নেত্রীর অভিযোগপত্র পেয়েছেন সংগঠনের শীর্ষনেতারা। জানা গিয়েছে, এই চিঠি পেয়েছেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। যদিও ওই মহিলা নেত্রী দাবি করেছে, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে উত্তর ২৪ পরগনা জেলার SFI এর সর্বোচ্চ নেতৃত্বকে জানালেও কোনও লাভ হয়নি! কারণ তিনি এসএফআইয়ের অত্যন্ত পরিচিত মুখ। সেক্ষেত্রে দল তার বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ নাও করতে পারে। তাই মহিলা নেত্রী দাবি করেছেন যে, ‘মনোজিৎ মিশ্ররা শুধু তৃণমূলে নয়, আমাদের সংগঠনেও আছে। এরা বিশ্বাসের সুযোগ নিয়ে নোংরামি করে।’ তবে সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ্যে আসতেই সংগঠনের তরফে যা যা ব্যবস্থা নেওয়ার, সমস্ত পদ্ধতি শুরু করেছে দল। সেক্ষেত্রে অভিযুক্ত নেতার বিরুদ্ধে আপাতত কী ব্যবস্থা নেওয়া হচ্ছে এই নিয়ে কোনো মতামত জানানো হয়নি।

Leave a Comment