পরশুরামের ঘাড়ে নিঃশ্বাস চিরসখার! এ সপ্তাহের বেঙ্গল টপার কে? রইল TRP তালিকা

trp list

সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই যেন বাংলা সিরিয়ালগুলির TRP যুদ্ধ তীব্র হচ্ছে। প্রতি সপ্তাহে জানা যাচ্ছে কোন সিরিয়াল ভালো ফল করে এগিয়ে যাচ্ছে আবার কোনটা খারাপ ফল করে এগিয়ে যাচ্ছে। এমনিতে প্রতি বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবারে বাংলা সিরিয়ালগুলির এই টিআরপি তালিকা (TRP List) সামনে আসে। তবে এবারে কিছুটা হলেও ব্যতিক্রম। আজ শুক্রবার সামনে এল বাংলা সিরিয়ালগুলির রিপোর্ট। আর প্রতি সপ্তাহের মতো এবারেও টিআরপি তালিকায় বিরাট চমক লক্ষ্য করা গেল। কে হল বেঙ্গল টপার? জানতে হলে নজর রাখুন আজকের এই লেখাটির ওপর।

কে হল বেঙ্গল টপার?

বর্তমানে টিভি খুললেই বেশ কিছু বাংলা সিরিয়ালের চ্যানেল দেখা যায়। কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইটা হয় মূলত জি বাংলা এবং স্টার জলসার। এই দুই চ্যানেল কে কাকে টেক্কা দিয়ে এগিয়ে যাবে সেই খেলায় প্রতি সপ্তাহে মেতে ওঠে। এখন যে কোনও সিরিয়াল খুললেই প্লটে একের পর এক চমক লক্ষ্য করা যাচ্ছে। আর এই চমকের জেরে উঠে আসছে বেঙ্গল টপার কিংবা দ্বিতীয় বা তৃতীয় মেগা সিরিয়ালের নাম। প্রতি সপ্তাহে বাংলা ধারাবাহিকগুলির হিট লিস্টে কে বা কারা রয়েছে সেটা জানার জন্য মুখিয়ে থাকেন বাঙালি দর্শক। স্টার জলসা নাকি জি বাংলা, কোন চ্যানেলের কোন সিরিয়াল বেঙ্গল টপার হল? সেটা জানতে আগ্রহী সকলে।

আরও পড়ুনঃ মোদী না রাহুল! কাকে নতুন প্রধানমন্ত্রী হিসাবে চান দেশবাসী? উত্তর মিলল সমীক্ষায়

জানিয়ে রাখি, ফের একবার নিজের স্বমহিমায় ফিরে এসেছে স্টার জলসার ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকটি। রেটিংস কিছুটা কমলেও ৭ রেটিংস পেয়ে এবারে বেঙ্গল টপার হয়েছে এই মেগাটি। অন্যদিকে প্রত্যাশা মতো ভালো ফল করেছে স্টার জলসার অপর দুই মেগা ধারাবাহিক রাণী ভবানী এবং চিরসখা।

একনজরে টপ ১০ সিরিয়ালের তালিকা

  • বেঙ্গল টপার- পরশুরাম 7.0
  • দ্বিতীয়- রাণী ভবানী , চিরসখা 6.9
  • তৃতীয়- জগদ্ধাত্রী , পরিণীতা 6.6
  • চতুর্থ- ফুলকি 6.4
  • পঞ্চম- রাঙামতি 6.1
  • ষষ্ঠ- চিরদিনই তুমি যে আমার 6.0
  • সপ্তম- আমাদের দাদামণি 5.8
  • অষ্টম- অনুরাগের ছোঁয়া+গৃহপ্রবেশ 5.5
  • নবম- কথা 4.8
  • দশম- তুই আমার হিরো 4.5

 

এদিকে ট্রেন্ডিং-এ রয়েছে
কুসুম 4.2,
লক্ষ্মী ঝাঁপি 3.8 ও
চিরদিনই তুমি যে আমার 6.0।

Leave a Comment