সহেলি মিত্র, কলকাতাঃ অজয় নদী থেকে উদ্ধার হল শিবলিঙ্গ। ঘটনাটি ঘটেছে জামুড়িয়ায় (Jamuria)। একদিকে যখন গণেশ চতুর্থীকে ঘিরে সমগ্র দেশ আনন্দে মাতোয়ারা, ঠিক তখন অন্যদিকে বাংলায় বড় ঘটনা ঘটে গেল। আর যে ঘটনাটি ঘটেছে সেটা জানা ও দেখার জন্য হয়তো কেউই প্রস্তুত ছিলেন না। এবার কিনা নদী থেকে আচমকা উদ্ধার হল শিবলিঙ্গ। ঘটনাটি ঘটেছে জামুড়িয়ায়।
জামুড়িয়ায় অজয় নদী থেকে উদ্ধার শিবলিঙ্গ
সামনেই রয়েছে বাঙালির সবথেকে বড় উৎসব। আর এই দুর্গাপুজোর আগে জামুড়িয়ায় অজয় নদী থেকে শিবলিঙ্গ উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে, জামুড়িয়ায় অজয় নদী থেকে শিবলিঙ্গ উদ্ধার করেছেন স্থানীয় মানুষজন। এহেন ঘটনাকে কেন্দ্র করে চারিদিকে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। উদ্ধার হওয়া শিবলিঙ্গটির আকার বেশ অনেকটাই বড়। এটা নদী থেকে তুলতে বেশ বেগ পেতে হয়েছে উদ্ধারকারীদের বলে খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত জামুড়িয়া বিধানসভার চিচুরিয়া এলাকায় ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুনঃ বাসে হিন্দিতে ‘জয় শ্রীরাম’ লেখা ঢাকা নিয়ে ধুন্ধুমার! দুর্গাপুরে থানা ঘেরাও বিশ্ব হিন্দু পরিষদের
সেই শিবলিঙ্গটি অজয় নদী থেকে তুলে এনে গ্রামে রাখা হয় বলে খবর। এই শিবলিঙ্গটিকে দেখতে সেই রাতেই সাধারণ গ্রামবাসীর ভিড় উপচে পড়ে। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও। পুজোর আগে মহাদেবের এহেন দর্শন অনেককে খুশি করে দিয়েছে। অনেকে এটিকে শুভ সঙ্কেত হিসেবে বিবেচনা করছেন।
জামুড়িয়ায় হৈচৈ
বৃহস্পতিবার রাতেই শিবলিঙ্গটিকে উদ্ধার করে গ্রামে একটি গাছের তলায় রাখা হয়। আর সেই রাতেই সেটিকে আবার পুজো করেন স্থানীয় মানুষজন। স্থানীয় সূত্রে খবর, উদয় বাউড়ি এবং তাঁর কয়েকজন বন্ধু অজয় নদীতে স্নান করতে নামেন। এরপর সকলের নজরে আসে মহাদেবকে। তাঁরা দেখেন নদীর চরে আটকে পড়ে রয়েছে শিবলিঙ্গটি। এরপর কোনওরকম দেরি না করে সেই শিবলিঙ্গটিকে তুলে আনা হয় গ্রামে। সেটি আনার পরেই পুজো পাঠ শুরু করে দেন গ্রামবাসী।