মাত্র ২৬ দিনেই এক কোটি! খেল দেখাল মমতার ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্প

Amader Para Amader Samadhan

সৌভিক মুখার্জী, কলকাতা: মাত্র 26 দিনেই কামাল দেখাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন উদ্যোগ ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ (Amader Para Amader Samadhan)। হ্যাঁ, প্রকল্পটি রাজ্যের এক কোটির বেশি মানুষকে শিবিরে টেনে নিয়ে এসেছে। সংখ্যাটা খুব বিশাল না হলেও, সাধারণ জনগণের অংশগ্রহণে এক বিরল নজিরও বটে।

পরিসংখ্যান কী বলছে?

জানা গিয়েছে, এবারের প্রকল্পে মোট 14,500টি ক্যাম্প বসেছে। আর প্রতিটি শিবিরে সরকারি আধিকারিকরা হাজির হচ্ছে। সেখানে স্থানীয় মানুষদের নানারকম সমস্যা শোনা হচ্ছে। সরকারি প্রকল্প থেকে শুরু করে স্থানীয় পরিকাঠামোগত উন্নয়ন, সব বিষয়ে আলোচনার সুযোগ পাচ্ছে সাধারণ মানুষ। এমনকি সমস্যাগুলিলে নথিভুক্ত করা হচ্ছে, আর সঙ্গে শংসাপত্রও দেওয়া হচ্ছে।

শুক্রবার সামাজিক মাধ্যমে পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, মাত্র 26 দিনে এক কোটির গণ্ডি ছুঁয়ে ফেলেছে আমাদের পাড়া আমাদের সমাধান। জন প্রতিনিধি, সরকারি কর্মী এবং স্বেচ্ছাসেবকদের নিরলস পরিশ্রমকে কুর্নিশ জানাই। রাজ্যের মানুষ আমাদের উপর আস্থা রেখেছে, তার জন্য অশেষ ধন্যবাদ।

প্রকল্পের মূল কাঠামো

প্রসঙ্গত জানিয়ে রাখি, এই প্রকল্পের প্রতিটি বুথের জন্য 10 লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে। এমনকি কীসে টাকা খরচ করা হবে, তা ঠিক করবেন এলাকার মানুষ নিজেরাই। শিবিরে রাখা হয়েছে মোট 37টি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা, যার মধ্যে লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী, সবকিছুই রয়েছে। আসলে এই প্রকল্পের মূল লক্ষ্য হল সরকারের প্রকল্পকে বুথ স্তরে নিয়ে যাওয়া, যাতে প্রতিটি সাধারণ পরিবার সরাসরি উপকৃত হয়।

আরও পড়ুনঃ মহিলাদের জন্য দেশের সবথেকে অসুরক্ষিত শহর কলকাতা, দিল্লি! নিরাপদ মুম্বই, রইল রিপোর্ট

তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এই উদ্যোগ 2026 সালের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই নেওয়া হয়েছে। কিন্তু প্রকল্প শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের বিপুল সাড়া দেখে বিরোধীরা মুখে কুলুপ আটা শুরু করেছে, তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment